মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

হৃদরোগে মারা গেলেন পাকিস্তানি পেসার

প্রকাশিত : ০৯:৩০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

হৃদরোগে-মারা-গেলেন-পাকিস্তানি-পেসার

হৃদরোগে-মারা-গেলেন-পাকিস্তানি-পেসার

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ৩৬ বছর বয়েসি পাকিস্তানি পেসার শাহজাদ আজম। কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেললেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ ছিলেন তিনি। 

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন পাকিস্তানের ক্রিকেট বিশেষজ্ঞ ফারহান নিসার। 

সামাজিক মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘ইসলামাবাদের ৩৬ বছর বয়সী ফাস্ট বোলার শাহজাদ আজম হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আজ সকালে মারা গেছেন।’

পাকিস্তানের ঘরোয়া প্রথম শ্রেনির ক্রিকেটে ৯৫ ম্যাচ খেলা আজমের উইকেট সংখ্যা ৩৮৮। এছাড়া লিস্ট এ ও টি-টোয়েন্টি মিলিয়ে আরও ৮৩টি ম্যাচ খেলেন তিনি। 

পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদের হয়ে খেলতেন তিনি। ২০১৮ সালে সর্বশেষ ঘরোয়া ক্রিকেটে খেলেছিলেন আজম।

আজমেরর অকালমৃত্যুতে শোক প্রকাশ করেন ইয়াসির আরাফাত, সোহেল তানভীর, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ ও শান মাসুদসহ অনেকেই।

সতীর্থের এমন বিদায়ে শোক প্রকাশ করতে গিয়ে শান মাসুদ  টুইটারে লিখেন, ‘জীবন খুবই অনিশ্চিত। আমার প্রিয় বন্ধু রানা  শাহজাদ আজম ও তার পরিবারের জন্য দোয়া করবেন। এখনো বিশ্বাস করতে পারছি না যে সে আর নেই।’