বগুড়ায় সংঘবদ্ধ চোর চক্রের ২ সদস্য আটক
প্রকাশিত : ০৯:১৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
বগুড়ায়-সংঘবদ্ধ-চোর-চক্রের-২-সদস্য-আটক
বৃহস্পতিবার বিকেলে ওই উপজেলার জিয়ানগর ইউনিয়নের বেড়াগ্রাম বাজার থেকে অটোরিকশাসহ দু’জনকে আটক করে রাখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে অটোরিকশা উদ্ধার করাসহ ঘটনাস্থল থেকে ওই দু’জনকে আটক করে পুলিশ।
এর আগে, বৃহস্পতিবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলস্টেশন এলাকা থেকে ওই অটোরিকশা চুরি হয় বলে মামলার বরাত দিয়ে জানান দুপচাঁচিয়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ।
আটককৃতরা হলেন- নওগাঁ সদরের কালীতলা এলাকার ২১ বছরের রাকিব হোসেন ও বগুড়া দুপচাঁচিয়া উপজেলার খলিশ্বর গ্রামের ২৭ বছরের রাজু। তবে রাজু বর্তমানে অস্থায়ীভাবে দুপচাঁচিয়ার তালোড়া সাবলা গ্রামে বসবাস করছেন। তারা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মামলা করেন অটোরিকশাচালক ২২ বছরের সাদ্দাম হোসেন। তিনি আদমদীঘি উপজেলার মালশন গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে পুলিশ বলছে, অটোরিকশাচালক সাদ্দাম হোসেন বৃহস্পতিবার দুপুরে আদমদীঘির সান্তাহার রেলস্টেশন এলাকায় যান। সেখানে বিসমিল্লাহ্ নামে একটি হোটেলে খাবার খেতে বসেন তিনি। এ সময় অটোরিকশাটি ওই হোটেলের সামনে রেখেছিলেন। পরে খাবার খেয়ে হোটেল থেকে বের হয়ে দেখেন তার অটোরিকশা নেই। শুরু করেন খোঁজাখুঁজি।
একপর্যায়ে জানতে পারেন দুপচাঁচিয়া উপজেলার বেড়াগ্রাম বাজার এলাকায় স্থানীয়রা অটোরিকশাসহ চোর সন্দেহে দুইজনকে আটক করেছে। এ সংবাদ পেয়ে ঐদিন বিকেলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই অটোরিকশাটি তার বলে শনাক্ত করেন। পরে তিনি দুপচাঁচিয়া থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। সাদ্দামের অটোরিকশা চুরির সময় আটক দু’জনের সঙ্গে আরো দু’জন সহযোগী ছিলেন। তারা সবাই সংঘবদ্ধ চোর চক্রের সদস্য।
ওসি মো. আবুল কালাম আজাদ জানান, চুরি হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।