বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৫

প্রকাশিত : ০৯:১৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

বগুড়ায়-আওয়ামী-লীগ-নেতাকে-কুপিয়ে-হত্যা-গ্রেফতার-৫

বগুড়ায়-আওয়ামী-লীগ-নেতাকে-কুপিয়ে-হত্যা-গ্রেফতার-৫

বগুড়ার শেরপুর উপজেলায় শেখ মর্তুজা কাওসার অভি নামে এক পৌর আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার দুপুরে তাদের প্রত্যেকের পাঁচদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।  এর আগে, বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা ও বগুড়ার শেরপুরে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। পরে শুক্রবার দুপুরে মামলার পর তাদের গ্রেফতার দেখানো হয় বলে জানান শেরপুর থানার ওসি মো. আতোয়ার রহমান খোন্দকার।

গ্রেফতারকৃতরা হলেন- শেরপুর উপজেলার নয়াপাড়া এলাকার বাসিন্দা আরিফুর রহমান শুভ (৩৫), শেরপুর উপজেলার শেরুয়া গ্রামের বাসিন্দা রিয়াজুল ইসলাম বাপ্পি, উপজেলার খন্দকারপাড়ার আব্দুল্লাহ আল মাহমুদ হিমেল, পূর্বদত্তপাড়া এলাকার সোহাগ হোসেন ও নয়াপাড়া এলাকার জাহিদ হোসেন।

নিহত অভির স্ত্রীর করা মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আরো ৮-৯ জনকে আসামি করা হয়। অভি শেরপুর পৌর এলাকার খন্দকার পাড়ার মৃত হোসাইন কাওসার ফুয়াদের ছেলে। তিনি উপজেলার পৌর আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

গত বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ নেতা অভিকে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায়  ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রাখা হয়। পরে  স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। শজিমেকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার ওসি মো. আতোয়ার রহমান খোন্দকার জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়ে প্রত্যেকের পাঁচদিন করে রিমান্ড আবেদন করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।