সোভিয়েত ইউনিয়ন গড়তে চায় না রাশিয়া
প্রকাশিত : ০৮:৫০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
সোভিয়েত-ইউনিয়ন-গড়তে-চায়-না-রাশিয়া
দোনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝজিয়া অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
১৯৯১ সালে রিপাবলিক অব সোভিয়েত ইউনিয়ন ভাঙার আগে ইউক্রেন ভুখণ্ড হিসেবে গুরুত্বপূর্ণ ছিল।
বক্তব্যের সময় পুতিন পশ্চিমা রাষ্ট্রগুলোর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। কারণ ইউক্রেনে অভিযান চালানোর পর ইউক্রেনকে সহায়তা করতে পশ্চিমারা মস্কোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এ নিষেধাজ্ঞাকে রাশিয়ার বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ বলে অভিযোগ করছেন পুতিন। এটি রাশিয়াকে দুর্বল করার চেষ্টাও বলেন তিনি।
পুতিন বলেন, পশ্চিমা সমাজ আমাদের স্বাধীন হিসেবে দেখতে চায় না। তারা আমাদের একদল দাস হিসেবে দেখতে চায়। তাদের রাশিয়ার প্রয়োজন না হলেও আমাদের রাশিয়া প্রয়োজন আছে।
এদিকে, ইউক্রেনের চার অঞ্চলের মানুষ চিরজীবন রাশিয়ার নাগরিক থাকবেন বলে জানিয়েছেন পুতিন। রাশিয়ার নাগরিক হতে দোনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝজিয়ার মানুষদের অন্তবর্তী অধিকার রয়েছে বলে জানান তিনি। কারণ এই চার অঞ্চলের মানুষ কিয়েভ সরকার দ্বারা অমানবিক সন্ত্রাসীর শিকার হয়েছে।