মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নর্ড স্টিম পাইপলাইনের নাশকতায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা জড়িত: পুতিন 

প্রকাশিত : ০৮:৫০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

নর্ড-স্টিম-পাইপলাইনের-নাশকতায়-যুক্তরাষ্ট্র-ও-তার-মিত্ররা-জড়িত-পুতিন 

নর্ড-স্টিম-পাইপলাইনের-নাশকতায়-যুক্তরাষ্ট্র-ও-তার-মিত্ররা-জড়িত-পুতিন 

রাশিয়া থেকে ইউরোপে যাওয়া নর্ড স্টিম ১ গ্যাস পাইপলাইনের ছিদ্রের নাশকতার সঙ্গে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা জড়িত বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মস্কোতে ইউক্রেনের চার অঞ্চলকে রুশ ভূখণ্ডে অন্তর্ভুক্তির অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। 

পুতিন বলেন, রাশিয়াকে দমাতে পশ্চিমাদের নিষেধাজ্ঞা যথেষ্ট নয়, তাই নর্ড স্টিম গ্যাস পাইপলাইনে নাশকতা করেছে তারা।

তিনি আরো বলেন, এটি বিশ্বাস করা কঠিন হলেও সত্য হচ্ছে আন্তর্জাতিক গ্যাস পাইপলাইনগুলোতে পশ্চিমারা বিস্ফোরণ ঘটিয়েছে। 

উল্লেখ্য, কয়েকদিন ধরে নর্ড স্টিম ১ ও ২ গ্যাস পাইপলাইনে কয়েকটি ছিদ্র শনাক্ত করা হয়েছে। রাশিয়া তার ইউরোপের ব্যবসায়ীক অংশীদারের সমন্বয়ে প্রচুর অর্থ ব্যয়ে গ্যাস পাইপলাইন নির্মাণ করেছে।