কাবুলে শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা হামলায় নিহত বেড়ে ২৩
প্রকাশিত : ০৮:৫০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
কাবুলে-শিক্ষাপ্রতিষ্ঠানে-বোমা-হামলায়-নিহত-বেড়ে-২৩
শুক্রবার কাবুলের পশ্চিমে দাশত-ই-বারচি এলাকায় ‘কায শিক্ষাকেন্দ্রে’ ভয়াবহ এ বিস্ফোরণ ঘটে। এদিন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি পরীক্ষার জন্য অংশ নেয়।
হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
জাতিগত শিয়া সংখ্যালঘু হাজরা গোষ্ঠী অধ্যুষিত কাবুলের পশ্চিমাঞ্চলে ঐ শিক্ষাপ্রতিষ্ঠানে বিস্ফোরণটি ঘটেছে। এ গোষ্ঠীর লোকেরা অতীতেও জাঙ্গিগোষ্ঠী আইএস (ইসলামিক স্টেট) এবং অন্যদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, সরকারি তথ্য অনুযায়ী হামলায় ১৯ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। তবে সিএনএন এক প্রতিবেদনে নিহত বাড়ার সংখ্যা জানিয়েছে। নিহতের সংখ্যা ২৩ জনে দাঁড়ানোর কথা জানিয়েছে।
খালিদ জাদরান বলেন, প্রবেশিকা পরীক্ষা চলার সময় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। তবে আফগানিস্তানে সাধারণত শুক্রবার স্কুল বন্ধ থাকে।
২০২১ সালের আগস্টে আশরাফ গণির সরকারকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় সশস্ত্র গোষ্ঠী তালেবান। তাদের দাবি, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে। তালেবান সরকারের ক্ষমতায় বসার পর রাজধানীসহ বেশ কয়েকটি প্রদেশে শক্তিশালী হামলা কয়েক মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে মসজিদেও হামলার ঘটনা ঘটেছে।