নারী বিচারকের কাছে ক্ষমা চাইতে এলেন ইমরান খান
প্রকাশিত : ০৭:৫০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
নারী-বিচারকের-কাছে-ক্ষমা-চাইতে-এলেন-ইমরান-খান
শুক্রবার সকালে ঐ বিচারকের আদালতে ক্ষমা চাইতে আসেন তিনি।
জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক জেবা চৌধুরীর কাছে ক্ষমা চাইতে আসেন পিটিআই চেয়ারম্যান।
গত ২০ আগস্ট এফ-৯ পার্কের র্যালিতে বিচারিক ম্যাজিস্ট্রেট জেবা চৌধুরী এবং পুলিশ কর্মকর্তাদরে হুমকির কারণে ইমরানের খানের বিরুদ্ধে মামলা হয়। পুলিশ ও বিচার বিভাগকে সন্ত্রাসী আখ্যা দেওয়ায় এ মামলা নথিভুক্ত হয়।
মামলার নথি অনুযায়ী, পুলিশ ও বিচারকের বৈধ কাজে বাধা দেওয়ার জন্য মন্তব্য করেন ইমরান খান। সেই মামলাটি ইসলামাবাদের মারগালা থানায় এটিএ আইনের সাত ধরায় মামলাটি করেন ম্যাজিস্ট্রেট আলী জাবেদ।
পরবর্তীতে ইসলামাবাদের হাইকোর্ট মামলাটির সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ বাতিল করেন এবং মামলাটি প্রাসঙ্গিক আদালতে বাকি ধারার অভিযোগ পরিচালনা করতে নির্দেশ দেন হাইকোর্ট।
তবে ইমরান খান জেবা চৌধুরীর আদালতে আসলে পুলিশ তার কোর্টরুম বন্ধ করা হয়। তখন ইমরান খান বলেন, আমি বিচারিক ম্যাজিস্ট্রেট জেবা চৌধুরীর কাছে ক্ষমা চাইতে এসেছি। ইমরান খান তখন আদালতের সংশ্লিষ্টদের বলেন যে তিনি এখানে আসার সাক্ষী যেন থাকেন। কারণ জেবা চৌধুরী ইমরান খানের সামনা সামনি হতেই চাইছিলেন না।
ইমরান খান আদালতের পাঠককে বলেন, আমি আদালতে পরিদর্শন করেছি এবং তার (জেবা চৌধুরী) কাছে ক্ষমা চাইতে এসেছি যদি তাকে কোনো কষ্ট দিয়ে থাকি।
এরপরই ইমরান খান আদালত ত্যাগ করেন।