মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পশ্চিমা সমাজকে ‘শয়তান’ বলে নিন্দা জানালেন পুতিন

প্রকাশিত : ০৭:৫০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

পশ্চিমা-সমাজকে-শয়তান-বলে-নিন্দা-জানালেন-পুতিন

পশ্চিমা-সমাজকে-শয়তান-বলে-নিন্দা-জানালেন-পুতিন

পশ্চিমারা ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ থেকে সরে গিয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তিনি পশ্চিমা সমাজকে শয়তান উল্লেখ করে নিন্দা জানান।

গণভোটের রায়ের ভিত্তিতে ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার মূল ভখণ্ডের অন্তর্ভুক্তি করার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পশ্চিমার নৈতিকতা বিবর্জিত উল্লেখ করেন পুতিন অনুষ্ঠানের সম্মানিত অতিথির জিজ্ঞেস করে বলেন, যদি আপনারা চান পশ্চিমা দেশগুলোর মতো ছড়িয়ে থাকা শিশুদের লিঙ্গ অস্ত্রোপচারের মাধ্যমে পরিবর্তনের প্রস্তাব করতে পারি।

পুতিন তার দুই দশকের ক্ষমতায় থাকাকালে ঐতিহ্যগত মূলবোধ প্রচার করেছেন। একইসঙ্গে এলজিবিটিকিউ (সমকামী, উভকামী ও ট্রান্সজেন্ডার) অধিকারকে দমন করেছেন।