ফ্লোরিডায় ধ্বংসাযজ্ঞের পর ক্যারোলিনার দিকে ছুটছে হারিকেন ইয়ান
প্রকাশিত : ০৬:৫০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
ফ্লোরিডায়-ধ্বংসাযজ্ঞের-পর-ক্যারোলিনার-দিকে-ছুটছে-হারিকেন-ইয়ান
ফ্লোরিডাজুড়ে চলা গ্রীষ্মকালীন ঝড় ইয়ান যথেষ্ট দূর্বল হয়ে পড়েছে। তবে ক্যাটাগরি ১ হারিকেনের শক্তি সঞ্চয় করে সেটি বৃহস্পতিবার আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে দক্ষিণ ক্যারোলিনার দিকে ছুটছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) জানায়, হারিকেনটি ৭৫ কিলোমিটার গতিতে ছুটে চলছে।
পূর্বাভাসে বলা হয়, হারিকেনটি স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টায় দক্ষিণ ক্যারোলিনার নিম্নাঞ্চল চাললেস্টনের কাছে আঘাত হানতে পারে। এজন্য জীবনের ঝুঁকির মতো বন্যা, ঝড় বৃদ্ধি এবং তীব্র বাতাস বাড়তে পারে। জর্জিয়া থেকে উত্তর ক্যারোলিনার হাজার হাজার মাইল হারিকেনের সতর্কতা সংকেতের আওতায় রয়েছে।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় হারিকেন ইয়ান প্রথমে বুধবার দুপুরে ফ্লোরিডায় আঘাত হানে। সেখানে বৃহস্পতিবার ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট দেখা গেছে। উদ্ধারকর্মীরা আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করতে অভিযান চালাচ্ছে। আর ইয়ানের আঘাতে মৃত্যুর সংখ্যা এখনো অনিশ্চিত রয়েছে।
এনবিসি নিউজ জানায়, অন্তত ১০ লোক হারিকেনের কারণে ফ্লোরিডায় মারা গেছেন। তবে সিএনএন বলছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে।