মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টিকিট ছাড়াই দেখা যাবে নারী এশিয়া কাপ

প্রকাশিত : ০৬:৩০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

টিকিট-ছাড়াই-দেখা-যাবে-নারী-এশিয়া-কাপ

টিকিট-ছাড়াই-দেখা-যাবে-নারী-এশিয়া-কাপ

অক্টোবরের ১ তারিখ থেকে সিলেটে শুরু হচ্ছে এশিয়ার নারী ক্রিকেটারদের শ্রেষ্ঠত্বের লড়াই। এবার স্বাগতিক বাংলাদেশসহ ৭ দেশের নারী ক্রিকেটাররা অংশ নিবেন। এবারের খেলা দেখতে কোনো টিকিট লাগবে না বলে জানিয়েছেন আয়োজক কমিটি। 

এরইমধ্যে অংশগ্রহণকারী সবকয়টি দল সিলেটে অবস্থান করছে। টুর্নামেন্ট সফল করতে সকল প্রস্তুতিও শেষ করে এনেছে বাংলদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

এবারের আসরে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে-ভারত, পাকিস্তান, শ্রীলংকা, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। সাত দলের অংশগ্রহণে ২৪ ম্যাচের এ টুর্নামেন্টে ফাইনাল হবে ১৫ অক্টোবর। 

প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে। সকাল ৯টায় হবে দিনের প্রথম খেলা আর দ্বিতীয়টি দুপুর দেড়টায়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়ার ক্রিকেটে নারীদের সবচেয়ে বড় এ ইভেন্টের খেলা বিনা টিকিটে মাঠে বসে দেখতে পারবেন দর্শকরা। পাশাপাশি ম্যাচগুলো দেখা যাবে স্টার স্পোর্টসসহ দেশি কয়েকটি চ্যানেলে।

এ নিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্র্যান্ড ম্যানেজার জয়দ্বীপ দাস বলেন, এবারের এশিয়া কাপ টিকিট ছাড়া দেখা যাবে। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করি ক্রিকেটপ্রেমীরা মাঠে এসে খেলা উপভোগ করতে পারবেন।