মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

করোনার টিকা ছাড়াই দেখা যাবে কাতার বিশ্বকাপ

প্রকাশিত : ০৬:৩০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

করোনার-টিকা-ছাড়াই-দেখা-যাবে-কাতার-বিশ্বকাপ

করোনার-টিকা-ছাড়াই-দেখা-যাবে-কাতার-বিশ্বকাপ

বছর দুয়েক আগে করোনাভাইরাসের ভয়াল থাবায় পুরো বিশ্বের সঙ্গে থমকে গিয়েছিল ফুটবলও। ধীরে ধীরে কোভিডের ধাক্কা কমে এলেও প্রাণঘাতী ভাইরাসটি এখনোপৃথিবীর বুক থেকে মুছে যায়নি। আর এ কারণে টিকাগ্রহণের ব্যাপারে এখনো কোথাও বিন্দুমাত্র ছাড় দেওয়া হয় না।

তবে কাতার বিশ্বকাপের খেলা উপভোগ করতে কোভিড-১৯ প্রতিরোধক টিকা না হলেও চলবে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্বকাপের আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, ফিফা বিশ্বকাপ উপভোগ করার জন্য কাতারে যাওয়ার ক্ষেত্রে করোনাভাইরাসের প্রতিরোধক টিকা দেওয়া বাধ্যতামূলক না।

তবে মধ্যপ্রাচ্যের দেশটিতে যাওয়ার আগে কোভিড পরীক্ষায় নেতিবাচক ফলাফল আসতে হবে। ৬ বছর কিংবা এর বেশি বয়সী সব দর্শকের ক্ষেত্রেই এটি প্রযোজ্য হবে। এছাড়া খেলোয়াড় এবং ম্যাচ অফিশিয়ালদের জৈব সুরক্ষা বলয়ে থাকাটা বাধ্যতামূলক রাখা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতারে রওনা হওয়ার আগে ছয় কিংবা তার বেশি বয়সী সকল দর্শককে ৪৮ ঘণ্টার মধ্যে করানো পিসিআর টেস্ট করাতে হবে। কিংবা পৌঁছানোর ২৪ ঘণ্টা আগে করানো র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো যেতে পারে।

শুধুমাত্র অফিসিয়াল মেডিকেল কেন্দ্র থেকে এবং স্ব-শাসিত না হলেই র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের ফলাফল গ্রহণযোগ্য হবে।

১৮ বছর কিংবা তদুর্ধ্ব বয়সী দর্শকদের স্থানীয় সরকার নির্ধারিত একটি ট্রেসিং ফোন অ্যাপ্লিকেশন এহতেরাজ ডাউনলোড করে নিতে হবে। বদ্ধ জায়গার জনসমাগমে ঢুকতে দর্শকদের এটি দেখাতে হবে।

টিকার দিক থেকে ছাড় দেওয়া হলেও মাস্কের ব্যবহারের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয়নি। কারণ গণপরিবহনে দর্শকদের মাস্ক পরা বাধ্যতামূলক।

আসার আগে করানো কোভিড টেস্ট  নেতিবাচক ফলাফল এলে এবং করোনাভাইরাসের লক্ষণ দেখা না গেলে কাতারে আর কোনো পরীক্ষা করানোর দরকার হবে না। কিন্তু কাতারে অবস্থানকালে করোনাভাইরাসে আক্রান্ত হলে সরকারের নির্দেশনা অনুযায়ী, পাঁচ দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে।

আগামী ২০ নভেম্বর স্বাগতিক কাতার এবং ইকুয়েডরের মধ্যকার ম্যাচের মাধ্যমে বিশ্বকাপ ফুটবলের ২২তম আসরের বাঁশি বেজে উঠবে। পরবর্তীতে ১৮ ডিসেম্বরের অনুষ্ঠিতব্য ফাইনালের মাধ্যমে কাতার বিশ্বকাপের পর্দা নামবে।