করোনায় আক্রান্ত নাসিম
প্রকাশিত : ০৬:৩০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
করোনায়-আক্রান্ত-নাসিম
পিসিবি জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নাসিম। তবে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি। বর্তমানে শারীরিকভাবে ভালো বোধ করছেন। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে খেলতে পারবেন না এই পেসার।
গেল সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হন পাকিস্তানের এক সাপোর্ট স্টাফ। ইংল্যান্ড সিরিজ চলাকালীন দলের দ্বিতীয় সদস্য হিসেবে করোনায় আক্রান্ত হলেন নাসিম।
নিজ বাসায় দু’দিনের জন্য আইসোলেশনে থাকবেন নাসিম। এরপর করোনা পরীক্ষায় নেগেটিভ হলেই নিউজিল্যান্ড সফরে যাবেন তিনি।
টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। আগামী ৩ অক্টোবর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে তারা। ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচ। সিরিজের ফাইনাল হবে ১৪ অক্টোবর।
ত্রিদেশীয় সিরিজ শেষে বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিবে পাকিস্তান। বিশ্বকাপ শুরুর আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে পাকরা। ২৩ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান।
গত এশিয়া কাপ দিয়ে টি-২০তে নাসিমের অভিষেক হয়। হাটুঁর ইনজুরিতে পড়া শাহিন শাহ আফ্রিদির জায়গায় দলের সুযোগ পেয়ে এশিয়া কাপে ৫ ম্যাচে ৭ উইকেট নেন তিনি।