বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত আটক

প্রকাশিত : ০৬:১৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

সোনারগাঁয়ে-ডাকাতির-প্রস্তুতিকালে-অস্ত্রসহ-৪-ডাকাত-আটক

সোনারগাঁয়ে-ডাকাতির-প্রস্তুতিকালে-অস্ত্রসহ-৪-ডাকাত-আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের চার সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে তাদের সোনারগাঁ উপজেলার সাদিপুরের নয়াপুর বাজারের উত্তর পাশে ঈদগাহ মাঠে থেকে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের থেকে একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, একটি কাটার প্লাস ও তিনটি টর্চ লাইট জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, মো. সুমন ভুঁইয়া (৩৫), মো. রাসেল (২৯), আবুল (৩২) ও রতন (৩০)। তারা সবাই জেলার আড়াইহাজার মাউরাদি এলাকার বাসিন্দা।

জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার সাদিপুরের নয়াপুর বাজারের উত্তর পাশে ঈদগাহ মাঠে ১০ থেকে ১২ জন ডাকাত সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গোয়েন্দা পুলিশের সোনারগাঁও জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক, মো. ইমদাদুল ইসলাম তৌয়ব, এসআই সৈয়দ রুহুল আমিন, এসআই হরবিলাশ, এসআই ফরিদসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে চার ডাকাত সদস্যকে আটক করেন। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো কয়েকজন পালিয়ে যান।