ভারতের বিপক্ষে মেলবোর্নে ম্যাচ হওয়ায় খুশি রউফ
প্রকাশিত : ০৫:৩০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
ভারতের-বিপক্ষে-মেলবোর্নে-ম্যাচ-হওয়ায়-খুশি-রউফ
বিগ ব্যাশ লিগে মেলবোর্নের মাঠে রউফের ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। সেখানকার কন্ডিশন সর্ম্পকে ভালো ধারণা থাকায় ভারতের বিপক্ষে নির্ভার হয়ে মাঠে নামার কথা জানিয়েছেন তিনি।
সর্বশেষ বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের হয়ে ৫ ম্যাচে ১৫৭ রান দিয়ে ৯ উইকেট নেন রউফ। ৫ ম্যাচের অভিজ্ঞতা ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে অনেক বেশি সহায়ক হবে বলে মনে করেন রউফ। মেলবোর্নের হয়ে সব ম্যাচই তাদের মাঠে খেলেছেন তিনি।
রউফ বলেন, ‘আসন্ন বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি মেলবোর্নে হওয়ায় আমি খুশি। এটা আমার ঘরের মাঠ, কারণ বিগ ব্যাশ লিগে আমি মেলবোর্ন স্টার্সের হয়ে খেলি। সেখানকার কন্ডিশন সম্পর্কে আমার ধারণা আছে।’
সম্প্রতি বল হাতে দারুণ ছন্দে রয়েছেন রউফ। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে এ পর্যন্ত ৫ ম্যাচ খেলে সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন এই ডান-হাতি পেসার।
দলের প্রয়োজনে ব্রেক-থ্রু এনে দেয়া এবং ডেথ ওভারে উইকেট শিকারে দারুণ পারদর্শিতা দেখাচ্ছেন রউফ। তাই বিশ্বকাপে নিজের সেরাটা দিতে পারলে ভারতের ব্যাটারদের বিপক্ষে ভাল করবেন বলে জানান তিনি।
রউফ বলেন, ‘আমি সেরাটা দিতে পারলে আমাকে সহজে খেলতে পারবে না। ভারতের বিপক্ষে কিভাবে বোলিং করবো সেই পরিকল্পনা এরই মধ্যে শুরু করে দিয়েছি।’
সংযুক্ত আরব আমিরাতে গত বছর টি-২০ বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারের লজ্জা দিয়েছিলো পাকিস্তান। সদ্য এশিয়া কাপে গ্রুপ পর্বে ভারতের কাছে হারলেও সুপার ফোরে মধুর প্রতিশোধ নেয় পাকিস্তান।
ভারত-পাকিস্তান ম্যাচের চাপ নিয়ে রউফ বলেন, ‘ভারত ও পাকিস্তান ম্যাচ সব সময় অনেক চাপের। গত বছর বিশ্বকাপে আমি অনেক চাপ অনুভব করেছিলাম। কিন্তু এশিয়া কাপের দু’টি ম্যাচে কোনো চাপ মনে হয়নি। কারণ আমি জানতাম আমাকে শুধু সেরাটা দিতে হবে।’