বিশ্বকাপে সব ম্যাচ হারলেও বড় অঙ্কের অর্থ পুরস্কার পাবে বাংলাদেশ
প্রকাশিত : ০৫:৩০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
বিশ্বকাপে-সব-ম্যাচ-হারলেও-বড়-অঙ্কের-অর্থ-পুরস্কার-পাবে-বাংলাদেশ
এবারের বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। যেখানে ক্রিকেটারদের জন্য সবচেয়ে বড় সুখবর, বিশ্বকাপে সব ম্যাচ হারলেও বড় অঙ্কের অর্থ পুরস্কার পাওয়া যাবে।
আজ (শুক্রবার) আসন্ন টি-২০ বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবারের আসরে মোট ৫.৬ মিলিয়ন ডলারের পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৬ কোটি টাকা। এবার বাংলাদেশ কোনো ম্যাচ না জিতলেও পাবে ৭০ লক্ষ টাকা পুরস্কার!
মূলত সুপার টুয়েলভে সরাসরি খেলা ৮ দলের প্রত্যেকে ৭০ লাখ টাকা করে পাবে। যার ফলে এই পর্বে সব ম্যাচ হারলেও ঠিকই এই অর্থ পাবে টাইগাররা।
এবারের আসরে চ্যাম্পিয়ন দল পাবে ১৬ কোটি টাকা। রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক, অর্থাৎ ৮ কোটি টাকা। সেমিফাইনালে ওঠা দলগুলো পাবে ৪ কোটি টাকা করে। আর প্রতি ম্যাচ জয়ে সুপার টুয়েলভ পর্বের দলগুলো পাবে ৪০ লাখ টাকা করে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, এই বিশ্বকাপ তাদের লক্ষ্য নয়। তাদের মূল লক্ষ্য হলো দুই বছর পরের বিশ্বকাপ। বিসিবি সভাপতির এই বক্তব্যে অনেকটাই চাপমুক্ত টিম টাইগার্স। সব ম্যাচ হেরে গেলেও সমস্যা নেই। তবুও বিশ্বকাপের মূলপর্বে দেড় দশকের জয় খরা কাটাতে পারলে মন্দ হবে না।