বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

১৭ লাখ টাকার মাদকসহ ২ জন র‌্যাবের জালে

প্রকাশিত : ০৫:১৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

১৭-লাখ-টাকার-মাদকসহ-২-জন-র‌্যাবের-জালে

১৭-লাখ-টাকার-মাদকসহ-২-জন-র‌্যাবের-জালে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৪৭৫ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- কুমিল্লার বুড়িচং থানার হরিপুর দক্ষিণ পাড়ার মৃত বাচ্চু মিয়ার ছেলে এরশাদুল হক (৩৮), ফরিদপুরের ভাঙ্গা থানার নাজিরপুর গ্রামের মো. রাশেদুল হকের ছেলে মো. হাবিবুল্লাহ (৩০)।

র‍্যাব-৭ ফেনী ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কের ফেনী পৌরসভার মধ্যম রামপুরস্থ এলাকায় মাদকসহ গাড়িতে উঠার জন্য অবস্থান করছে। এ সময় র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে ৩ হাজার ৪৭৫ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৭ লাখ ৩৭ হাজার ৫শ’ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন যাবত ইয়াবা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্পমূল্যে সংগ্রহ করে পরবর্তীতে ফেনী, কুমিল্লাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে আসছিলেন।

ফেনী র‍্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।