বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শরীয়তপুরে যুবককে কুপিয়ে হত্যা, তিন নারী গ্রেফতার

প্রকাশিত : ০৪:১৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

শরীয়তপুরে-যুবককে-কুপিয়ে-হত্যা-তিন-নারী-গ্রেফতার

শরীয়তপুরে-যুবককে-কুপিয়ে-হত্যা-তিন-নারী-গ্রেফতার

শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মতু মুন্সি আজিজ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে একটি মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে নড়িয়া থানায় মামলাটি করেন নিহত মতুর বড় ভাই মো. রিপন মুন্সি। মামলার পর তিন নারী আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- ঐ গ্রামের রাজ্জাক মৃধার স্ত্রী সাবানা বেগম, মৃত মোফাজ্জল সরদারের স্ত্রী বিমালা বেগম ও বিল্লাহ মৃধার স্ত্রী রানি বেগম।

নড়িয়া থানার ওসি (তদন্ত) আবির হোসেন বলেন, মতু হত্যার ঘটনায় ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। মামলার আসামি তিন নারীকে মৃধাকান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

ঐ গ্রামের করিম মুন্সীর ছোট ছেলে মতু মুন্সির পরিবারের সঙ্গে একই গ্রামের টিপু মৃধার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তাদের মধ্যে একাধিকবার হামলা-মামলার ঘটনা ঘটেছে। তাই টিপু মৃধার ভয়ে এক মাস ধরে মতু মুন্সি ও তার পরিবার পালিয়ে বেড়াচ্ছিল। বুধবার বাড়ি ফিরে মতু মুন্সি গরুর জন্য খাবার আনতে যান।

এ সময় টিপু মৃধা ও তার লোকজন মতুকে ধাওয়া দেয়। তখন মতু দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বেলা ১১টার দিকে টিপু মৃধা তার লোকজন দরজা ও বেড়ার টিন কুপিয়ে মতুকে বের করে কুপিয়ে আহত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।