জাপোরিজ্জিয়ায় গাড়িবহরে রুশ হামলা, নিহত ২৩
প্রকাশিত : ০৩:৫০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
জাপোরিজ্জিয়ায়-গাড়িবহরে-রুশ-হামলা-নিহত-২৩
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোরের দিকে হামলাটি হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
রুশ অধিকৃত অঞ্চলটিতে থাকা লোকদের জন্য ত্রাণ এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলেন হতাহতরা। এ হামলার পেছনে পাল্টা ইউক্রেনকে দায়ী করছেন সেখানকার স্থানীয় এক রুশ কর্মকর্তা।
রুশ প্রেসিডেন্ট জপোরজ্জিয়াসহ ইউক্রেনের খেরসন, দোনেৎস্ক, লুহানস্ককে মস্কোর সঙ্গে সংযুক্তিকরণের ঘোষণা দেওয়ার আগে বেসামরিকদের ওপর হামলার ঘটনা ঘটলো।
আরো পড়ুন>> রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সস্ত্রীক মার্কিন মেজর গ্রেফতার
জাপোরিজ্জিয়ার আঞ্চলিক প্রধান অলেক্সান্ডার স্টারুক সামাজিক মাধ্যমে পোস্টে অভিযোগ করেন, শত্রুরা আঞ্চলিক কেন্দ্রের উপকণ্ঠে রকেট হামলা শুরু করেছে। যাদের ওপর হামলা হয়েছে তারা জপোরজ্জিয়ায় অঞ্চলে আত্মীয়দের নিতে এবং ত্রাণ পাঠানোর জন্য অপেক্ষা করছিলেন।
খবর পেয়েই চিকিৎসক ও উদ্ধারকারীদল ঘটনাস্থলে কাজ করছে বলে জানান তিনি। গত ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রেখেছে রুশ বাহিনী। এখন পর্যন্ত চারটি অঞ্চল নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে মস্কো।