সালমার কণ্ঠে এশিয়া কাপে ভালো খেলার প্রত্যয়
প্রকাশিত : ০৩:৩০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
সালমার-কণ্ঠে-এশিয়া-কাপে-ভালো-খেলার-প্রত্যয়
অনুশীলন শেষে মাঠে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের সালমা। বিশ্বকাপ প্রস্তুতি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ান হওয়ার আত্মবিশ্বাস এই টুর্নামেন্টে কাজে লাগবে বলেও মনে করেন তিনি।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে সালমা বলেন, ‘একটা ভালো টুর্নামেন্ট শেষ করে এসেছি। খেলোয়াড়রাও ফর্মে আছে। আমাদের প্রস্তুতি খুব ভালো। এখানে ভালোও কিছু আশা করছি।’
তিই আরো বলেন, ‘এখানে ভালো করতে হলে সবগুলো ডিপার্টমেন্টেই ভালো করতে হবে। তিনটি ডিপার্টমেন্টে ভালো করলেই সাফল্য আসবে। তবে আত্মতুষ্ঠিতে ভোগার সুযোগ নেই।’
সিলেটের মাঠে কিছুদিন আগেও খেলে গেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। ক্রিকেটাররা অনুশীলন ক্যাম্পও করে গেছেন এখানে। এই অভিজ্ঞতাও মাঠে কাজে লাগবে বলে মনে করেন সালমা।
তিনি বলেন, ‘সিলেটে বলতে গেলে আমরা সবসময় থাকি। এখানে কিছুদিন আগেও খেলে গেছি। এখানেই আমাদের বেশিরভাগ খেলা ও প্র্যাকটিস হয়, ক্যাম্পও হয়। ফলে এখানকার উইকেট সম্পর্কে আমরা জানি। আবহাওয়া সম্পর্কেও জানি। মাঠে তা কাজে লাগাতে চেষ্টা করব।’
টি-২০ র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকার কথা মনে করিয়ে সালমা বলেন, ‘র্যাঙ্কিংয়ে আমরা উপরের দিকে উঠে আসতে চাই। এজন্য সেরাটা খেলতে হবে। আর পরবর্তীতে বিশ্বকাপের কোয়ালিফায়িং রাউন্ড খেলতে চাই না। সরাসরি ওয়ার্ল্ডকাপ খেলতে চাই।’
দর্শকদের প্রত্যাশার ব্যাপারেও অবগত সালমা বলেন, ‘দর্শকরা সবাই চায় বাংলাদেশ টিম ভালো করুক। আমরাও চাই ভালো খেলতে। দর্শকদের প্রত্যাশা পূরণ করতে চাই। মাঠে সেই চেষ্টা আমাদের থাকবে।’
আগামী শনিবার সকালে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে থাইল্যান্ড। একইদিন দুপুরে একই মাঠে ভারতের বিপক্ষে লড়বে শ্রীলংকা। টুর্নামেন্টের সবগুলো খেলা হবে সিলেট স্টেডিয়ামের গ্রাউন্ড-১ ও গ্রাউন্ড-২ এ।