‘নির্বাচন কমিশন সংবিধান মেনেই ভোট করবে’
প্রকাশিত : ০৩:১৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
নির্বাচন-কমিশন-সংবিধান-মেনেই-ভোট-করবে
শুক্রবার বেলা ১১টার দিকে বগুড়ার সার্কিট হাউজে জেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে আইনশৃংখলা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকের উদ্দেশ্যে এসব বলেন তিনি।
রাশেদা সুলতানা বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কারচুপি বা জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ১৫০ আসনে ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিগত দিনে নির্বাচন করে দেখা গেছে ইভিএমে ভোট গ্রহণ নিরাপদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। আমাদের চাওয়া ভোটের সব পরিবেশ যেন সুন্দর থাকে। আর ভোটাররা যেন খুব সহজেই তাদের পছন্দের প্রতীকে ভোট দিতে পারেন।
তিনি আরো বলেন, আমরা চেয়েছিলাম জাতীয় নির্বাচনে শতভাগ আসনে ইভিএমে ভোট গ্রহণ হবে। তবে ইভিএম সরবরাহ স্বল্পতার কারণে তা সম্ভব হয়নি।
জেলা পরিষদ নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক (ডিসি) মো. জিয়াউল হক। ওই সময় বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তীসহ জেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া সব প্রার্থী উপস্থিত ছিলেন।