বিমানের ইঞ্জিনে পাখি, দুবাই থেকে এলেন ৪ প্রকৌশলী
প্রকাশিত : ১২:১৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
বিমানের-ইঞ্জিনে-পাখি-দুবাই-থেকে-এলেন-৪-প্রকৌশলী
শুক্রবার সকালে বিমানবন্দরে পৌঁছান তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন।
তিনি বলেন, বিমানের ইঞ্জিনে কিছু একটা আছে পাইলটের মাধ্যমে এমন তথ্য পেয়ে বৃহস্পতিবার রাতে মাস্কাটগামী বাংলাদেশ বিমানের বিজি ১২১ ফ্লাইট ও দুবাই এয়ারওয়েজের ফ্লাইট বাতিল করা হয়। যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়। এতে যাত্রীরা কিছুটা বিপাকে পড়েন। কেউ কেউ বাসায় ফিরে যান। যারা যাননি তাদের হোটেলে থাকার ব্যবস্থা করা হয়।
তিনি আরো বলেন, বিমানবন্দরে যেহেতু ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল ফ্যাসিলিটি নেই, তাই ফ্লাই দুবাই এয়ারওয়েজের বিমানটির সমস্যা সমাধানে শুক্রবার সকালে দুবাই থেকে চারজন প্রকৌশলী এসেছেন। এরই মধ্যে তারা কাজ শুরু করেছেন। ইতিবাচক সাড়া পেলে ১৮০ জন যাত্রী নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে বিমানটি।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ইঞ্জিনে পাখি ঢোকায় দুবাই ও মাস্কাটগামী দুটি ফ্লাইট বাতিল করে এয়ারলাইনস কর্তৃপক্ষ। রাত সাড়ে ৮টার দিকে অবতরণের সময় ইঞ্জিনে পাখি ঢুকে এ অবস্থার সৃষ্টি হয় বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।