বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জীববিজ্ঞান পরীক্ষা দিতে পারলেন না ৭ শিক্ষার্থী

প্রকাশিত : ১০:১৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

জীববিজ্ঞান-পরীক্ষা-দিতে-পারলেন-না-৭-শিক্ষার্থী

জীববিজ্ঞান-পরীক্ষা-দিতে-পারলেন-না-৭-শিক্ষার্থী

সম্পর্কিত খবর পলাশে দুই পরীক্ষার্থীকে অপহরণচেষ্টা, কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক লক্ষ্মীপুরের রামগতিতে সঠিক সময়ে উপস্থিত না হওয়ায় জীববিজ্ঞান বিষয়ের পরীক্ষা দিতে পারেননি সাত দাখিল পরীক্ষার্থী।

বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। সাত পরীক্ষার্থী হলেন- রামগতির চরআবদুল্যাহ ফাজিল মাদরাসার জিয়া উদ্দিন, আকিব হোসেন, তাজরিন জাহান, আরমান হোসেন, রুমানা আক্তার, শরীফুল ইসলাম ও নুশরাত জাহান ইতি।

ভুক্তভোগীরা জানান, অতিরিক্ত বিষয় হিসেবে কৃষিশিক্ষা বেছে নেন চরআবদুল্যাহ ফাজিল মাদরাসার ৯ শিক্ষার্থী। কিন্তু তাদের প্রবেশপত্রে জীববিজ্ঞান বিষয়টি এসেছে। এ বিষয়ে পরীক্ষা হবে না বলে মাদরাসা থেকে তাদের জানানো হয়। এজন্য নবম-দশম শ্রেণিতে ক্লাসও করাননি শিক্ষকরা।

মাদরাসায় জীববিজ্ঞান বিষয়ের পরীক্ষাও নেয়া হয়নি। অথচ প্রবেশপত্রে বিষয়টি এসেছে। এ নিয়ে জানতে চাইলে জীববিজ্ঞান পরীক্ষা হবে না বলে জানিয়েছেন বিজ্ঞান শিক্ষক রবি শংকর ও অধ্যক্ষ মাওলানা মো. আবদুল হাকিম। এমনকি বৃহস্পতিবারও পরীক্ষা হবে না বলে জানিয়েছেন তারা। কিন্তু এদিন বেলা ১১টার দিকে কেন্দ্র থেকে তাদের ফোনে পরীক্ষার কথা জানানো হয়।

কেন্দ্র সচিব ও আলেকজান্ডার কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা তৈয়ব আলী বলেন, পরীক্ষা শুরুর পর অনুপস্থিত দেখে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর পরীক্ষা কেন্দ্রে আসেন পরীক্ষার্থীরা। এর মধ্যে পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর আসায় দুজনকে অনুমতি দেওয়া হয়। বাকিরা আধা ঘণ্টা পর আসায় পরীক্ষা দিতে দেওয়া হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শান্তুনু চৌধুরী বলেন, বিষয়টি দুঃখজনক। পরীক্ষা সংক্রান্ত নীতিমালা অনুযায়ী নির্ধারিত সময়ে উপস্থিত হতে না পারায় তাদের সুযোগ দিতে পারেননি কেন্দ্র সচিব।