বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিজ এলাকায় সাথী-ইতিকে বরণ করে নিলেন গ্রামবাসী

প্রকাশিত : ১০:১৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

নিজ-এলাকায়-সাথী-ইতিকে-বরণ-করে-নিলেন-গ্রামবাসী

নিজ-এলাকায়-সাথী-ইতিকে-বরণ-করে-নিলেন-গ্রামবাসী

সাফ ফুটবল জয়ী মাগুরার দুই নারী ফুটবলার সাথী ও ইতি বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার সকালে মাগুরার শ্রীপুরের গোয়ালদাহ গ্রামে তারা পৌঁছালে গোয়ালদাহ স্কুলের শিক্ষার্থীরা ও গ্রামবাসী তাদের ফুল দিয়ে বরণ করে নেন।  

এ সময় গোয়ালদাহ স্কুলের শিক্ষার্থী ও গ্রামবাসীদের মিলন মেলায় পরিণত হয়। এতদিন পর তারা সাথী ও ইতিকে পেয়ে মনের উচ্ছ্বাস প্রকাশ করতে থাকে গ্রামবাসী । অনেকে আবার আবেগে আত্মহারা হারা হয়ে তাদের বুকে জড়িয়ে ধরেন। 

সাথী ও ইতির ফুটবল কোচ প্রভাস চন্দ্র দেবজ্যোতী বলেন, সাথী ও ইতি আজ মাগুরাবাসীর নয় সারা দেশের জন্য গর্ব। সাফ ফুটবলে তারা প্রতিটি দলের সঙ্গে ভালো ফুটবল প্রদর্শন করে পেয়েছে সাফল্য। ছোটকাল থেকেই তাদের ফুটবল খেলার প্রতি ছিল ভালোবাসা। গ্রামে তাদের আমি ফুটবলের নানা কলাকৌশল শেখাতে থাকি। পরে নারী ফুটবলার হয়ে তারা জেলা ও বিভাগীয় টিমে দারুণ সাফল্য অর্জন করেন। পরে বিকেএসপিতে প্রশিক্ষণ শেষে জাতীয় দলে খেলার গৌরব অর্জন করেন তারা । 

ফুটবলার সাথী বলেন, আমরা সাফ ফুটবলে অসাধারণ খেলে সাফল্য অর্জন করেছি। এ অর্জনে আজ বাংলাদেশ গর্বিত, গর্বিত আমার মাগুরাবাসী। ফুটবলে জয়ী হবার পর থেকে দেশে ফিরে মানুষের অফুরন্ত ভালোবাসা পেয়েছি যা কখনো ভুলার নয়। আমি আমার গ্রামবাসীর অনেক ভালোবাসা পেয়ে খুবই মুগ্ধ। 

অপর নারী ফুটবলার ইতি বলেন, গ্রামে  ফিরে ভালোবাসায় সিক্ত হলাম আমি। মানুষের এত ভালোবাসা আগে কখনো পাইনি। আমার গ্রামের মানুষ ও স্কুলের শিক্ষার্থীদের আর্শীবাদে আমরা জয়ী হয়েছি। আগামীতে আরো ভালো ফুটবল খেলা উপহার দিতে চাই আমরা। আমরা সবার দোয়া, আর্শীবাদ ও ভালোবাসায় আগামী দিনে ভালো কিছু দেওয়ার প্রত্যয়ে এগিয়ে নিতে চাই আমার বাংলাদেশকে।