দুর্নীতির সাজা থেকে মরিয়মকে মুক্তি, পিটিআই বলল ‘কালোদিবস’
প্রকাশিত : ০৯:৫০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
দুর্নীতির-সাজা-থেকে-মরিয়মকে-মুক্তি-পিটিআই-বলল-কালোদিবস
বৃহস্পতিবার ইসলামাবাদের হাইকোর্ট মরিয়মকে সাজা থেকে অব্যাহতি দেন। এ রায়ে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে এখন নির্বাচনে অংশ নিতে পারবেন।
লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট কেনার জন্য বাবা নওয়াজ শরীফকে সহায়তা ও প্ররোচনা দেওয়ার দায়ে ২০১৮ সালে মরিয়ম নওয়াজ সাত বছরের সাজা দেন আদালত। একইসঙ্গে মরিয়মের স্বামী সাফদারকে এক বছরের সাজা দেওয়া হয়।
দুর্নীতি মামলায় শুধু মরিয়ম ও তার স্বামী নয়, মরিয়মের বাবা নওয়াজ শরীফকে ১০ বছরের সাজা দেওয়া হয়েছিল। তবে শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে চিকিৎসা করানোর জন্য ২০১৯ সালে জামিন নিয়ে লন্ডনে পাড়ি জমান নওয়াজ। সেই থেকে তিনি লন্ডনে আছেন।
২০১৯ সালে জামিনে লন্ডন যাওয়ার নওয়াজ শরীফ গত বছরের অক্টোবরে ২০১৮ সালের রায়ের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে আপিলও করেছেন।
বৃহস্পতিবার ক্ষমতাসীন দলের নেতা মরিয়ম বলেন, দেশের ইতিহাসে আমার বাবার মতো এমন বিচারের মুখোমুখি কোনো নেতা হননি। তিনি তার অভিযোগ খণ্ডন করেছিলেন।
তিনি আরো বলেন, মিথ্যাগুলো তার জীবনে রয়ে যায়। এটি হয়তো কয়েক বছর স্থানী হয়। কিন্তু একদিন সেটি শেষ হয়।
নওয়াজ শরীফের ভাই পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ টুইটার পোস্টে বলেন, আদালত এ রায় কথিত দায়িত্বশীল পদ্ধতির মুখে চপেটাঘাত।
এদিকে, পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ আদালতের রায়ের সমালোচনা করেছে।
বৃহস্পতিবার তেহরিক-ই-ইনসাফের নেতৃত্বাধীন সরকারের সাবেক তথ্য মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, বৃহস্পতিবার মরিয়মের দুর্নীতির মামলার নতুন রায় কালোদিবস হিসেবে থাকবে।
তিনি আরো বলেন, পাকিস্তানের প্রতিষ্ঠানগুলো জাতির বিশ্বাস হারিয়ে ফেলছে। কারণ, মরিয়মের অপরাধের বিষয়টি কোনো সন্দেহ ছাড়াই স্পষ্ট।