টি-২০তে রিজওয়ানের সর্বোচ্চ রানের নতুন বিশ্বরেকর্ড
প্রকাশিত : ০৯:৩০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
টি-২০তে-রিজওয়ানের-সর্বোচ্চ-রানের-নতুন-বিশ্বরেকর্ড
এশিয়া কাপে অধিকাংশ পাক ব্যাটারদের রান করতে ধুঁকতে হয়েছে। অথচ সেখানে একাই দ্যুতি ছড়িয়েছেন এ পাক ওপেনার। হয়েছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। যার পুরস্কার স্বরূপ সতীর্থ বাবর আজমকে টপকে টি-২০ র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটারের তকমাটা পেয়েছেন।
বর্তমানে সাত ম্যাচের টি-২০ সিরিজ খেলতে পাকিস্তান সফরে রয়েছে ইংল্যান্ড। এরই মধ্যে খেলা হয়েছে ৫ ম্যাচ। যেখানে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে পাকিস্তান। করাচিতে অনুষ্ঠিত চার ম্যাচের তিনটিতেই অর্ধশত তুলে নিয়েছেন রিজওয়ান। গতকাল লাহোরে দেখা পেয়েছেন আসরের চতুর্থ ফিফটির।
এর মধ্য দিয়ে অনন্য এক কীর্তি গড়েছেন রিজওয়ান। সিরিজে এখন পর্যন্ত তার সংগ্রহ ৩১৫ রান। টি-২০তে দ্বিপক্ষীয় সিরিজে এটাই কোনো ব্যাটারে সর্বোচ্চ রানের রেকর্ড। প্রথম ব্যাটার হিসেবে টি-২০ সিরিজে ৩০০ রানও করলেন তিনি। যে কীর্তি নেই কোহলি, বাবরদেরও।
ইংলিশদের বিপক্ষে রিজওয়ানের ইনিংসগুলো যথাক্রমে ৬৮, ৮৮*, ৮, ৮৮ এবং ৬৩। এর আগে ৪ ইনিংসে ২৮৮ রান করে এককভাবে রেকর্ডটির মালিক ছিলেন সার্বিয়ার লেসলি ডানবার। ৫ ইনিংসে ২৫৫ রান করে তালিকার তিনে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।
পাকিস্তান-ইংল্যান্ড সিরিজে যেহেতু এখনো দুই ম্যাচ বাকি আছে রিজওয়ান নিজের এই রেকর্ড কতটা উচ্চতায় তুলতে পারেন সেটাই দেখার বিষয়।