বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বগুড়ায় বাস উল্টে নিহত ২

প্রকাশিত : ০৯:১৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

বগুড়ায়-বাস-উল্টে-নিহত-২

বগুড়ায়-বাস-উল্টে-নিহত-২

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো ১৬ জন। হতাহত সবাই বাসযাত্রী।

বৃহস্পতিবার বিকেলে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ দুজন মারা যান। এর আগে, ওই উপজেলার কাথম-কালিগঞ্জ আঞ্চলিক সড়কে দলগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোরের সিংড়া উপজেলার হাপানিয়া গ্রামের ২২ বছরের জুঁথী ও বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনজাই তেঘরী গ্রামের ২২ বছরের তাহেরা খাতুন।

এ তথ্য নিশ্চিত করেন নন্দীগ্রাম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, বগুড়া থেকে একটি যাত্রীবাহী বাস নন্দীগ্রামের পন্ডিতপুকুর যাচ্ছিল। পথে দলগাছা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ১৮ বাসযাত্রী আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ওই দুজন নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ওসি মো. আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার পরপরই বাস ফেলে চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন। বাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। লাশ শজিমেক হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।