সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাম্প্রদায়িকতা বিনষ্টকারীদের প্রতিহত করতে হবে: আমু

প্রকাশিত : ০৯:০৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

সাম্প্রদায়িকতা-বিনষ্টকারীদের-প্রতিহত-করতে-হবে-আমু

সাম্প্রদায়িকতা-বিনষ্টকারীদের-প্রতিহত-করতে-হবে-আমু

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, নাগরিকদের ঐক্যবদ্ধ করার দরকার নেই। দরকার হল কারা এ দেশে বারবার সাম্প্রদায়িকতা সৃষ্টির চেষ্টা করে। কারা ভোট এলে হিন্দু বাড়িতে আক্রমণ করে। কারা ২০০১ সালে ভোটের পর হিন্দুদের বাড়ি ঘর লুট করে। এদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে পারলেই সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে।

তিনি বলেন, এদেশের জনগণ ঐক্যবদ্ধ আছে। মণ্ডপে মণ্ডপে পাহারা দিলেই সম্প্রীতি হবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হলে সাম্প্রদায়িকতা বিনষ্টকারীদের চিহ্নিত করে প্রতিহত করতে হবে। দলের মধ্যে অনুপ্রবেশকারীদের দিকেও খেয়াল রাখতে হবে। তারা যেন কোনো ঝামেলা করতে না পারে।

বৃহস্পতিবার দুপুরে  ঝালকাঠিতে জেলা প্রশাসন আয়োজিত সামাজিক-সম্প্রীতির সমাবেশে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান।

সামাজিক-সম্প্রীতি সমাবেশে জেলায় বসবাসকারী সব ধর্মের পাঁচ শতাধিক লোক অংশ নেন।