মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

যেভাবে সময় কাটছে সাফজয়ী মাছুরার

প্রকাশিত : ০৮:৩০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

যেভাবে-সময়-কাটছে-সাফজয়ী-মাছুরার

যেভাবে-সময়-কাটছে-সাফজয়ী-মাছুরার

জাতীয় দল থেকে ২০ দিনের ছুটিতে বৃহস্পতিবার ভোর রাতে সাতক্ষীরা বিনেরপোতা এলাকায় নিজ বাড়িতে এসেছেন সাফজয়ী মাছুরা পারভিন। বৃহস্পতিবার সকাল থেকে ভক্তদের ভীড় তার বাড়িতে। কেউ ছবি তুলছে মাছুরার সঙ্গে, আবার কেউ ফুলেল শুভেচ্ছা ও  কুশল বিনিময় করছেন।

ভক্তদের সঙ্গে বেশ ব্যস্ত সময় পার করছেন ডিফেন্ডার এই সাফজয়ী ফুটবলার। বৃহস্পতিবার বিকালে এলাকাবাসীর পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাছাড়া স্থানীয় জনপ্রতিনিধিরা তাকে বরণ করার প্রস্তুতি নিচ্ছেন। রোববার জেলা প্রশাসকের পক্ষ থেকে মাছুরাকে সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।

মাছুরার এক ভক্ত জানান, তারা দীর্ঘ সময় যাবত মাছুরার জন্য অপেক্ষা করছিলেন। মাছুরাকে সামনাসামনি দেখতে পেরে তারা আনন্দে আত্নহারা। এলাকার গর্ব মাছুরা পারভিন আগামীতে আরও সাফল্য বয়ে আসবে এমনটা আশাবাদী এলাকা বাসী।

মাছুরার বাবা রজব আলী জানান, তার মেয়ে সাফজয়ী ফুটবলার মাছুরা পারভিন বৃহস্পতিবার ভোর রাতে গ্রামের বাড়িতে এসেছে। মাছুরার বাড়ি আসার খবর এলাকায় ছড়িয়ে গেছে, বিভিন্ন শ্রেনি পেশার লোকজন শুভেচ্ছা বিনিময় করতে আসছে।

তিনি আরো জানান, এলাকার স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা এসে তার মেয়ের সঙ্গে ছবি তুলছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার জনসাধারণ সকলে মিলে মাছুরাকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সবকিছু মিলিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন মাসুরা।

এদিকে সাফজয়ী ডিফেন্ডার মাছুরা জানান, বাড়িতে আসার পর থেকে পার্শ্ববর্তী স্কুল কলেজের শিক্ষার্থীরা তার সঙ্গে কুশল বিনিময় করতে আসছে। তাছাড়া অনেকে ছবিও তুলছেন তার সঙ্গে। বৃহস্পতিবার  বিকালে শ্যামনগর একটি ফুটবল টুর্নামেন্টে খেলার কথাও রয়েছে তার।