ভালোবেসে বিয়ে, ৩ বছর পর জোর করে তালাকনামায় স্বাক্ষর নিলেন স্ত্রীর
প্রকাশিত : ০৮:১৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
ভালোবেসে-বিয়ে-৩-বছর-পর-জোর-করে-তালাকনামায়-স্বাক্ষর-নিলেন-স্ত্রীর
অভিযুক্তের নাম জসিম উদ্দিন। তিনি সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের পাথারপুর গ্রামের আলম মিয়ার ছেলে। ভুক্তভোগী নিশি নোয়াখালীর চাটখিল উপজেলার শ্রীনগর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে।
জানা গেছে, ২০১৯ সালের ২৪ জুন ভালোবেসে ছয় লাখ টাকার কাবিনে নিশিকে বিয়ে করেন জসিম। বিয়ের আড়াই বছর পর স্ত্রীকে নানাভাবে শারীরিক ও মানসিক যন্ত্রণা দেন তিনি। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামী, শ্বশুর-শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন নিশি। পরে ২১ জুন নিশিকে মারধর করে তালাকনামায় জোর করে স্বাক্ষর নেন জসিম ও তার লোকজন।
ভুক্তভোগী মৌসুমী কেয়া নিশি বলেন, ২১ জুন আমাকে মারধর করেন স্বামী জসিম ও তার লোকজন। একপর্যায়ে তারা তালাকনামায় স্বাক্ষর নিয়ে আমাকে তাড়িয়ে দেন।
মুঠোফোনে অভিযুক্ত জসিম বলেন, মামলার তদন্ত কর্মকর্তাসহ উপস্থিত লোকজনের উপস্থিতিতে কাজির মাধ্যমে কাবিনের ছয় লাখ টাকা হাতে বুঝে নেন নিশি। পরে স্বেচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করে চলে যান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।