নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ৫ ডাকাত সদস্য আটক
প্রকাশিত : ০৮:১৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
নোয়াখালীতে-আগ্নেয়াস্ত্রসহ-৫-ডাকাত-সদস্য-আটক
নোয়াখালীর হাতিয়ায় আগ্নেয়াস্ত্রসহ পাঁচ ডাকাত সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।
আটকরা হলেন- ৩৬ বছর বয়সী জিন্টু, ৩৭ বছরের হারুন, ৩৫ বছরের লিটন, ৩৬ বছরের মোশারফ ও ২৭ বছরের আজিম ব্যাপারী।
খন্দকার মুনিফ তকি জানান, আধিপত্য বিস্তার নিয়ে বুধবার রাত ৩টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়েন হাতিয়া উপজেলার ঘাসিয়ার চরের ডাকাত খোকন ও ফোকরা বাহিনীর সদস্যরা। এরপর সেখানে অভিযান চালায় কোস্টগার্ড। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকায় করে পালানোর চেষ্টা করে ডাকাতদল। পরে ধাওয়া করে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীর চর আব্দুল্লাহ থেকে ডাকাতদলের পাঁচ সদস্যকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি, ছয়টি রামদা ও পাঁচটি বল্লম উদ্ধার করা হয়।