আর্নল্ডকে বিশ্বকাপ স্কোয়াডে নেয়ার উচিৎ: রেডনাপ
প্রকাশিত : ০৭:৩০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
আর্নল্ডকে-বিশ্বকাপ-স্কোয়াডে-নেয়ার-উচিৎ-রেডনাপ
আর্নল্ডের আসন্ন কাতার বিশ্বকাপের টিকিট পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। গত সোমবার রাতে ওয়েম্বলিতে জার্মানির বিপক্ষে ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচে তাকে দলে রাখেননি ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট।
ঘরোয়া ফুটবলে দারুণ সফলতা লাভের পরও সাউথগেটের একাদশে নিজের অবস্থান সংহত করতে ব্যর্থ হচ্ছেন লিভারপুলের ডিফেন্ডার আর্নল্ড। কোন কোন সময় কাইল ওয়াকার, কাইরান ট্রিপিয়ার ও রিস জেমসও ২৩ বছর বয়সি এই তারকার চেয়ে এগিয়ে গেছেন।
যদিও এই মৌসুমে এখনো পর্যন্ত একটি গোলেও সহায়তা করতে পারেননি তারা। বিপরীতে লিভারপুলের হয়ে গোলে সহায়তায় আর্নল্ডের ভুমিকা অনন্য। ক্লাবটির হয়ে ২৩৫ ম্যাচে ৬২টি গোলে সহায়তা করেছেন তিনি।
এই মৌসুমটি অবশ্য খুব একটা ভালো কাটেনি আর্নল্ডের। তবে ভিারপুলের হয়ে যে তিনি একাই প্রত্যাশিত পারফর্মেন্স করতে পারেননি তা নয়। কিন্তু জাতীয় দলে আর্নল্ডের অবস্থানটিই কেবল হুমকিতে পড়েছে। শুধু তিনিই হয়তো বিশ্বকাপ খেলতে যেতে পারছেন না।
রেডনাপ স্পষ্ট করে বলেছেন, তিনি দায়িত্বে থাকলে আর্নল্ডকে দলে নিতেন। সাবেক এই খেলোয়াড় বলেন, ‘এখনো ভাবছি আমি (দায়িত্বে থাকলে) তাকে দলে নিতাম। সে অসাধারণ একজন ফুটবলার। সে পরিবেশ গড়ে দিতে পারে।
এটি ঠিক যে তার সঙ্গে কাউকে কাজ করতে হবে। এগুলো ম্যাচের বেশ ক্ষুদ্র অংশ। বেশীরভাগ ম্যাচেই সে অবিশ্বাস্য ভাবে এগিয়ে গেছে, দারুণ পাস ও ক্রস দিয়েছে। এখনো সে বলের জন্য মুখিয়ে থাকে। কখনো কখনো অবশ্য রক্ষণাত্মক ভুমিকায় সে সচেতন থাকে না। যেটি রক্ষণে সমস্যার সৃষ্টি করতে পারে।’
সাবেক ইংলিশ কোচ যোগ করেন, ‘তারপরও আমি হলে তাকে কাতার বিশ্বকাপ দলে রাখতাম। অবশ্য এটিও ঠিক যে এই মুহুর্তে ইংল্যান্ড দলের রাইট ব্যাক বেশ শক্তিশালী। তারপরও আর্নল্ড আমার স্কোয়াডে জায়গা পেত। কারণ তাকে ভিন্ন পজিশনেও খেলানো যায়। আক্রমণভাগে খেলার যোগ্যতাও তার মধ্যে আছে। এমনকি সেন্ট্রাল মিডফিল্ডের জন্যও সে বেশ কার্যকরী।’