মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইরানে হিজাববিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জানালেন হুসেইনি

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

ইরানে-হিজাববিরোধী-আন্দোলনের-প্রতি-সমর্থন-জানালেন-হুসেইনি

ইরানে-হিজাববিরোধী-আন্দোলনের-প্রতি-সমর্থন-জানালেন-হুসেইনি

ইরানে নারীদের চলমান আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন দেশটির আন্তর্জাতিক ফুটবল তারকা মাজিদ হুসেইনি।

দুই সপ্তাহ আগে শুরু হওয়া আন্দোলনের বিরুদ্ধে পুলিশকে তাদের বন্দুক নামিয়ে রাখার আহ্বান জানিয়ে একটি বার্তা পোস্ট করেছেন তিনি। 

‘মাথার হেলমেট খুলে এলো চুলে দাঙ্গা বিরোধী পুলিশের দিকে হেটে যাওয়া এক নারীর’ একটি কার্টুন পুনরায় পোস্ট করেছেন তুরস্কের শীর্ষ বিভাগের ক্লাব কায়সারিস্পোরের ডিফেন্ডার হুসেইনি।

সেখানে মেয়েটি পুলিশ সদস্যকে ফার্সি ভাষায় বলছেন, ‘আপনার বন্দুকটি নামিয়ে নিন এবং আপনার দেহ থেকে হত্যাকারী দানবটিকে বেরিয়ে আসতে দিন। আল্লাহ যদি জীবন দিয়ে থাকেন, তাহলে আপনি কেন সেটিকে হরণ করবেন?’

এর ফলে পুলিশের রক্তক্ষয়ী অভিযানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হওয়া প্রবাসী ইরানি ফুটবলার ও সাংস্কৃতিক কর্মীদের তালিকা আরো বাড়লো।

হিজাব বাঁধার নিয়ম ভঙ্গ করায় পুলিশের কাছে আটক হয়ে ২২ বছর বয়সি কুর্দি নারী মাইসা আমিনি মৃত্যুবরণ করার পর থেকে এর প্রতিবাদে ইরান জুড়ে আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের জেরে দেশটিতে এ পর্যন্ত মারা গেছে কয়েক ডজন লোক।   

এই ঘটনায় বিশ্বকাপগামী ইরান জাতীয় দলের মধ্যেও বিভক্তির সৃষ্টি হয়েছে বলে গুজব উঠেছে। কারণ দলের একটি অংশ আন্দোলনকারীদের সমর্থন দিচ্ছে এবং আরেকটি অংশ সরকারের পক্ষে সাফাই গেয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে মতামত ব্যক্ত করেছে। 

এই বছর কাতার বিশ্বকাপে অংশগ্রহনের যোগ্যতা অর্জন করেছে ইরান। এই নিয়ে ষষ্ঠবারের মতো ফুটবলের বিশ্বমঞ্চে খেলতে যাচ্ছে দেশটি। ২০১৮ সাল থেকে জাতীয় দলে খেলছেন ২৬ বছর বয়সি হুসেইনি।