বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রিকশাচালক হত্যায় ২ জনের যাবজ্জীবন

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

রিকশাচালক-হত্যায়-২-জনের-যাবজ্জীবন

রিকশাচালক-হত্যায়-২-জনের-যাবজ্জীবন

সম্পর্কিত খবর নাটোরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন জয়পুরহাটে রিকশাচালক হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুর ইসলাম এ রায় ঘোষণা করেন। তবে আদালতে ছিলেন না দুই আসামি।

দণ্ডিতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার হিচমী পশ্চিমপাড়া এলাকার সিরাজ উদ্দীনের ছেলে মাহমুদুল ও আব্দুল বারীকের ছেলে মো. জুয়েল।

মামলার বিবরণে জানা গেছে, ২০০২ সালের ২৯ জুন দুপুরে রিকশা নিয়ে বের হন সদর উপজেলার মাগনী পাড়ার জালাল উদ্দীনের ছেলে ফারুক হোসেন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। ১ জুলাই সকালে সদর উপজেলার কড়ই কাদিপুর সড়কের পাশ থেকে ফারুকের মরদেহ উদ্ধার করে পুলিশ। রিকশা ছিনতাই করতেই তাকে হত্যা করেন জুয়েল ও মাহমুদুল।

পরে রিকশাসহ জুয়েল ও মাহমুদুলকে গ্রেফতার করে আক্কেলপুর থানা পুলিশ। এ ঘটনায় ওই দিনই সদর থানায় একটি হত্যা মামলা করেন নিহতের বাবা জালাল উদ্দীন। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় দেয় আদালত।