মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শুক্রবার রাশিয়ার সঙ্গে যুক্ত হবে ইউক্রেনের চার অঞ্চল: ক্রেমলিন

প্রকাশিত : ০৬:৫০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

শুক্রবার-রাশিয়ার-সঙ্গে-যুক্ত-হবে-ইউক্রেনের-চার-অঞ্চল-ক্রেমলিন

শুক্রবার-রাশিয়ার-সঙ্গে-যুক্ত-হবে-ইউক্রেনের-চার-অঞ্চল-ক্রেমলিন

ইউক্রেনে দখলকৃত চার অঞ্চলে অনুষ্ঠিত গণভোটের ফলাফলের প্রেক্ষিতে সেগুলো রাশিয়ান ফেডারেশনের সঙ্গে যুক্ত হচ্ছে বলে জানিয়েছে ক্রেমলিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্রের বরাতে এ খবর জানিয়েছে এএফপি।

পুতিনের মুখপাত্র দেমেত্রি পেসকভ বলেন, আগামীকাল শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টায় দ্যা গ্র্যান্ড ক্রেমলিন পেলেসের জর্জিয়ান হলে রাশিয়ার সঙ্গে যুক্ত হতে চারটি অঞ্চলের সাক্ষর অনুষ্ঠান হবে। এ সময় পুতিন বক্তব্য রাখবেন। 

ইউক্রেনের লুহানস্ক, দোনেস্ক, খেরসন ও জাপোরিঝজিয়া অঞ্চলগুলো রাশিয়ার সেনারা দখল করে রেখেছে। গত ফেব্রুয়ারির শেষের দিকে সেখানে সেনাদের পাঠান ভ্লাদিমির পুতিন। 

মস্কো নিয়ন্ত্রিত চার অঞ্চলে গণভোটের আয়োজন করে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা। সেখানে ক্রেমলিনের সমর্থিত কর্মকর্তা বলছেন, এ সপ্তাহে গণভোটের রায় অনুযায়ী রাশিয়ার সঙ্গে যুক্ত হবে চার অঞ্চল।

ইউক্রেনের কাছ থেকে গত আট বছর আগে হামলা ও গণভোটের মাধ্যমে ক্রিমিয়া উপদ্বীপ দখল করেছিল রাশিয়া। সেই একই পদ্ধতিতে ইউক্রেনের দখলকৃত চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করছে মস্কো। এতে পশ্চিমা সমর্থিত ইউক্রেনীয় বাহিনী ও রাশিয়ার মধ্যে যুদ্ধ আরো তীব্র হতে পারে।

পশ্চিমা সতর্ক করে বলছে, রাশিয়ার সঙ্গে যুক্ত চার অঞ্চলকে যুক্ত করতে যেন রাশিয়া চাপ না দেয়। এছাড়া ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করলে স্বীকৃতিও দেবে না পশ্চিমাদের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক জোট জি-৭। 

এদিকে, রাশিয়ার পদক্ষেপের বিপরীতে সাড়া দিতে পশ্চিমাদের কাছে সামরিক সহায়তার জন্য আকুতি করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।