মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দেড় দশকের আক্ষেপ কি ঘোচাতে পারবে ভারত?

প্রকাশিত : ০৬:৩০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

দেড়-দশকের-আক্ষেপ-কি-ঘোচাতে-পারবে-ভারত

দেড়-দশকের-আক্ষেপ-কি-ঘোচাতে-পারবে-ভারত

টি-২০ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আর কিছুদিন পরই দেশটিতে বসবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের মহারণের অষ্টম আসর। আগামী ১৬ অক্টোবর থেকে ১৬টি দল শিরোপার জন্য লড়বে দেশটির সাতটি ভেন্যুতে।

১৩ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে ২৯ দিনব্যাপী ৪৫ ম্যাচের এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে। এর আগে সব দেশ বিশ্বকাপ উপলক্ষ্যে তাদের স্কোয়াড ঘোষণা করেছে। কোন দলের স্কোয়াডে কারা আছেন, কেমন তাদের শক্তিমত্তা সেসব নিয়েই দৈনিক প্রভাতীের পাঠকদের জন্য আমাদের এই আয়োজন।

আজ চতুর্থ পর্বে দেখে নিন ভারতের বিশ্বকাপ স্কোয়াড ও বিভিন্ন তথ্য:

২০০৭ সালে টি-২০ বিশ্বকাপের প্রথম আসরেই শিরোপা জিতেছিল ভারত। এরপর কেটে গেছে দেড় দশক, মাঠে গড়িয়েছে আরো ছয়টি আসর। কিন্তু আর একবারও শিরোপার স্বাদ পায়নি তারা। সেরা সাফল্য ছিল সেমিফাইনাল পর্যন্তই।

ভারতের বিশ্বকাপ যাত্রায় বড় ভূমিকা রাখতে হবে কোহলিকেএবার শিরোপা জেতার লক্ষ্যে সম্ভাব্য সেরা দলই ঘোষণা করেছে ভারত। গত ১২ সেপ্টেম্বর দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যেখানে এবারের এশিয়া কাপে খেলা দলই প্রায় অভিন্ন রাখা হয়।

এবারের আসরে গ্রুপ টু-তে পড়েছে ভারত। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও বাছাইপর্ব থেকে উঠে আসা দুই দলকে। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নামবে টিম ইন্ডিয়া।

বিরাট কোহলি নেতৃত্ব ছাড়ার পর দায়িত্ব পেয়েছেন রোহিত শর্মা। বিশ্বকাপেও যথারীতি ভারতের অধিনায়ক থাকছেন তিনি। সহ অধিনায়ক হিসেবে আছেন লোকেশ রাহুল। দুই ওপেনারের সঙ্গে কোহলি ও সূর্যকুমার যাদবের মূল একাদশে জায়গা বলতে গেলে নিশ্চিত। বিশ্বকাপের অন্যতম শক্তিশালী টপ অর্ডার নিয়েই যাচ্ছে ভারত।

অলরাউন্ডার পান্ডিয়া ভারতের জন্য স্বস্তির বড় নামমিডল অর্ডারে হার্দিক পান্ডিয়ার জায়গাও নিশ্চিত। তবে পরের দুটি জায়গার জন্য দীপক হুদা, রিশাভ পান্ট ও দীনেশ কার্তিকের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এক্ষেত্রে পান্টের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বাকি দুজনই এগিয়ে থাকবেন। 

নাম্বার এইটের জন্য লড়াই করবেন রবিচন্দ্রন অশ্বিন ও আক্সার প্যাটেল। যুবেন্দ্র চাহালের মূল একাদশে থাকাও মোটামুটি নিশ্চিত বলা যায়। তবে প্রতিপক্ষ ও কন্ডিহন বিবেচনায় এই তিন স্পিনারের মাঝে যেকোনো দুজন খেলবেন। রবীন্দ্র জাদেজা না থাকা ভারতকে নিশ্চিতভাবেই পোড়াবে।

ভারতের পেস আক্রমণে নেতৃত্ব দেবেন ভুবনেশ্বর কুমার। নাম থাকলেও চোটের জন্য জাসপ্রিত বুমরাহ ছিটকে যাওয়ার সম্ভাবনাই বেশি। তার জায়গায় দলে ঢুকতে পারেন দীপক চাহার। তবে হার্শাল প্যাটেল ও আর্শদীপ সিং দুজনের মাঝেই মূলত একাদশে সুযোগ পাওয়ার লড়াই জমবে।

ভারতের পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন ভুবনেশ্বরসবমিলিয়ে বলা যায় ভারতের মূল শক্তি তাদের ব্যাটিং লাইন আপ। এরকম টপ অর্ডার যেকোনো দলের জন্যই ঈর্ষণীয়। হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড ফর্ম দলটির শক্তি বাড়িয়েছে কয়েক গুণ। তবে বোলিং লাইন আপ শক্তিশালি থাকলেও খুব বেশি আশা করা যাচ্ছে না। 

টি-২০ বিশ্বকাপের জন্য ঘোষিত ভারত দল:

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, রিশাভ পান্ট (উইকেট রক্ষক), দীনেশ কার্তিক (উইকেট রক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুবেন্দ্র চাহাল, আক্সার প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল ও আর্শদীপ সিং।

স্ট্যান্ড বাই: মোহাম্মদ শামি, শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণু, দীপক চাহার।

বিশ্বকাপে ভারতের ম্যাচ সূচি: (তারিখ, প্রতিপক্ষ, ভেন্যু)

২৩ অক্টোবর: পাকিস্তান, মেলবোর্ন
২৭ অক্টোবর: এ গ্রুপ রানার আপ, সিডনি
৩০ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা, পার্থ
২ নভেম্বর: বাংলাদেশ, অ্যাডিলেইড
৬ নভেম্বর: বি গ্রুপ বিজয়ী, মেলবোর্ন।