ঘুরে এসে খাবে বলে ছেলে গেল রেললাইনে, ভাত রান্না শেষে মা পেলেন লাশ
প্রকাশিত : ০৬:১৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
ঘুরে-এসে-খাবে-বলে-ছেলে-গেল-রেললাইনে-ভাত-রান্না-শেষে-মা-পেলেন-লাশ
ঘটনাটি নাটোরের বাগাতিপাড়ার। বৃহস্পতিবার ভোরে উপজেলার স্বরপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রাসেল। ২২ বছর বয়সী রাসেল বাগাতিপাড়া সদর উপজেলার শ্রীরামপুর এলাকার জমির উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন।
স্থানীয়রা জানায়, ভোরে ঘুম থেকে ওঠেন রাসেল। ছেলের জন্য ভাত রান্না করতে বসেন মা। আর রাসেল বাইরে থেকে ঘুরে আসার কথা বলে বাড়ির কাছে রেললাইনের ধারে যান। এ সময় ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। রাসেলের ফিরতে দেরি দেখে প্রতিবেশীদের সঙ্গে ছেলেকে খুঁজতে বের হন মা। একপর্যায়ে রেললাইনের ওপর ছেলেকে পড়ে থাকতে দেখেন জানফুল বেগম।
নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী বলেন, বিষয়টি সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তবে মরদেহটি উদ্ধার করেছে বাগাতিপাড়া থানার পুলিশ।