মৃত ৬৯ জনের পরিবার পেল ৫৫ হাজার টাকা
প্রকাশিত : ০৬:১৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
মৃত-৬৯-জনের-পরিবার-পেল-৫৫-হাজার-টাকা
পঞ্চগড়েরে জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী ও স্থানীয় এমপি নূরুল ইসলাম সুজন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক আতিকুল হক, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম ও পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলীম মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।
এ সময় বক্তারা বলেন, পঞ্চগড় ও দেশের ইতিহাসে নৌকাডুবিতে এত মানুষ মারা যাওয়ার ঘটনা স্মরণীয় হয়ে থাকবে। এ শোক কখনো সহ্য করার মতো না। তারপরও আমরা আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ঘটনার দিন আমরা ২০ হাজার টাকা ও পরে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দিয়েছি। আজকে আমাদের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা ও রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ৫ হাজার করে টাকা দেওয়া হল। সেই সঙ্গে দুর্যোগের সময় আমরা যে খাবারটা দেই সেটা দুই বস্তা করে দেওয়া হলো। আমরা সব সময় আপনাদের পাশে আছি। আর খুব শিগগিরই আউলিয়া ঘাট থেকে বদেশ্বরী ঘাটে যাওয়ার জন্য সেতু নির্মাণে কাজ শুরু হবে।