মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সড়কে সাঁতার কেটে বেড়াচ্ছে হাঙর (ভিডিও)

প্রকাশিত : ০৫:৫০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

সড়কে-সাঁতার-কেটে-বেড়াচ্ছে-হাঙর-ভিডিও

সড়কে-সাঁতার-কেটে-বেড়াচ্ছে-হাঙর-ভিডিও

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হারিকেন ইয়ান বুধবার ফ্লোরিডার উপকূলে আঘাত হেনেছে। উপকূলের ন্যাপলিস শহরের টেলিভিশন ফুটেজগুলোতে সৈকতের সামনের বাড়ি পানি ও সড়ক ডুবতে দেখা গেছে। একইসঙ্গে সড়কের গাড়িগুলো ভাসিয়ে নিয়ে যাচ্ছে পানি। এর মধ্যে একটি ভিডিওতে দেখা গেছে যে, ফর্ট মেয়ার্স সড়কে একটি হাঙর সাঁতার কাটছে।

টুইটার ব্যবহারকারী আরমান্দু স্যালঘুরে ১০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন। সেখানে পানির মধ্যে একটি মাছ (হাঙর) সাঁতার কাটছে।

তিনি ভিডিওয়ের ক্যাপশনে লিখেন, ফর্ট মেয়ার্স সড়কের হাঙর সাঁতার কেটে বেড়াচ্ছে।

ভিডিওটি এক কোটি দুই লাখ মানুষ দেখেছেন। ১৮ হাজার ২০০ টুইটার ব্যবহারকারী লাইক ও কমেন্ট করেছেন।

নিউজইউকের প্রতিবেদন অনুসারে, হারিকেন ইয়ানের সময় কুমির, ভাল্লুক, সাপের বিষয়ে  বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে স্থানীয় কর্তৃপক্ষ।

ফ্লোরিডার মাছ এবং বন্যপ্রাণী সংরক্ষণ কমিশন এক বিবৃতিতে জানায়, আপনারা কুমির. সাপ ও ভাল্লুক দেখতে পারেন। দেখলে আপনার সতর্ক থেকে তাদের যেতে দিতে হবে।

>>ভিডিও দেখতে এখানে ক্লিক করুন<<