সালমান খানের ‘বিয়িং হিউম্যান ক্লথিং’-এর নতুন শাখা নিয়ে আলাপ চলছে: ফারদিন
প্রকাশিত : ০৫:২০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
সালমান-খানের-বিয়িং-হিউম্যান-ক্লথিং-এর-নতুন-শাখা-নিয়ে-আলাপ-চলছে-ফারদিন
এ সময় সোহেল খান বলেন, বিয়িং হিউম্যান ক্লথিং মূলত সালমান খানের ফাউন্ডেশন বিয়িং হিউম্যানের একটি অংশ। ফাউন্ডেশনটি চালু হয় ২০০৭ সালে। এটি একটি নিবন্ধিত দাতব্য ট্রাস্ট এবং সুবিধাবঞ্চিতদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কাজ করে। এরই অংশ হিসেবে বিয়িং হিউম্যান ক্লথিং চালু হয় ২০১২ সাল থেকে। বিয়িং হিউম্যান ফাউন্ডেশনের উদ্দেশ্যকে এগিয়ে নিতেই প্রতিষ্ঠিত হয় বিয়িং হিউম্যান ক্লথিং।
সোহেল খান আরও বলেন, যদি ভালো সাড়া পাওয়া যায় তাহলে ঢাকায় আরও কিছু শাখা করার ইচ্ছা আছে। আমরা এটাকে পৃথিবীজুড়ে ছড়িয়ে দিতে চাই। তবে বিয়িং হিউম্যানের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এদিন রাতে রাজধানীর গুলশানের এক হোটেলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেখানে উপস্থিত ছিলেন সালমান খানের ভাই সোহেল খান সহ গণ্য-মান্য অনেক ব্যাক্তিরা। এ সময় অভিনেতা সোহেল খান ও “বিয়িং হিউম্যান ক্লথিং”-এর সিইও সঞ্জীব রাও সাথে রাজধানীর ধানমণ্ডিতে ‘বিয়িং হিউম্যান ক্লথিং’ এর নতুন এক ফ্রাঞ্চাইজি চালুর আলাপ হয় সঙ্গীত শিল্পী ও ব্যবসায়ী বিল্লাল ফারদিনের সঙ্গে ।
বিল্লাল ফারদিন বলেন, আমার সাথে ‘বিয়িং হিউম্যান ক্লথিং’-এর সিইও সঞ্জীব রাও এর সাথে বেশ আলাপ হয়েছে, আমি ধানমণ্ডিতে নতুন একটি শোরুম চালু করার বিষয়ে প্রস্তাব জানিয়েছি, যদি সব কিছু ঠিক ঠাক থাকে তাহলে ধানমণ্ডিতে বিয়িং হিউম্যান ক্লথিং’-এর নতুন এক ফ্রাঞ্চাইজি চালু হতে পারে খুব শিগ্রই।