মোবাইল ফোনের সূত্র ধরে চার খুনিকে গ্রেফতার
প্রকাশিত : ০৫:১৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
মোবাইল-ফোনের-সূত্র-ধরে-চার-খুনিকে-গ্রেফতার
বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এক প্রেস ব্রিফিংয়ে জানান, গত ২৩ সেপ্টেম্বর রাত ৮টার দিকে বালু কেনার কথা বলে গ্রেফতারকৃত চারজন গৃহকর্তা নজিরউদ্দিনের বাড়িতে প্রবেশ করেন। ভেতরে ঢুকে তারা ডাকাতির চেষ্টা করলে গৃহকর্তা নজিরউদ্দিন ও তার স্ত্রী ফরিদা খাতুন বাধা দেন। এ সময় তারা তাদের শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করেন। হত্যার পর তারা বাড়িতে থাকা টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান। নিয়ে যাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন বজলুর রহমানের ছেলে শাহাবুল হক, পিন্টু রহমানের ছেলে রাজিব হোসেন, মাসুদ আলীর ছেলে বিদ্যুৎ আলী ও তাজউদ্দীনের ছেলে শাকিল হোসেন। সবাই আলমডাঙ্গা উপজেলার আসানগর গ্রামের বাসিন্দা।
পুলিশ গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪৩ হাজার টাকা ও লুট করে নেওয়া একটি নকিয়া মোবাইল ফোন উদ্ধার করেছে।
গত ২৩ সেপ্টেম্বর রাতে আলমডাঙ্গা পুরাতন বাজারপাড়া এলাকার ব্যবসায়ী নজিরউদ্দিন ও তার স্ত্রী ফরিদা খাতুনকে হত্যা করে দুর্বৃত্তরা। ঐ রাতে বাড়িতে স্বামী-স্ত্রী দুজনই ছিলেন। সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ২৫ সেপ্টেম্বর নিহতদের মেয়ে ডালিয়ারা পারভীন শিলা অজ্ঞাতপরিচয় আসামিদের নামে থানায় হত্যা মামলা করেন।