ফুটবলের স্বাভাবিক আনন্দ নষ্ট করছে ভিএআর: অঁরি
প্রকাশিত : ০৪:৩০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফুটবলের-স্বাভাবিক-আনন্দ-নষ্ট-করছে-ভিএআর-অঁরি
১৯৯৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্সের তারকা অঁরি আরো জানান, নীতিগতভাবে এই ধরনের টেকনোলজি ব্যবহারে তার কোন সমস্যা নেই। কিন্তু ফুটবলের স্বাভাবিক গতিকে নষ্ট করার জন্য তিনি হতাশা প্রকাশ করেছেন।
৪৫ বছর বয়সী আর্সেনালের এই রেকর্ড গোলদাতা মনে করেন ভিএআর প্রতিদিনই বিতর্ক তৈরী করছে। এর ফলে রেফারির সিদ্ধান্তের বিরোধীতা কমছে না। লন্ডনে একটি কনফারেন্সে উপস্থিতি হয়ে বেলজিয়াম জাতীয় দলের সহকারী কোচ অঁরি আরো বলেন, ‘ফুটবলে আমরা এখনো পিছিয়ে আছি। আমাদের অনেক কিছুই শিখতে হবে।
আমেরিকান ফুটবল, রাগবি, ক্রিকেট কিংবা টেনিস, বিশ্বের এই খেলাগুলোতে ত্বরিত গতিতে সব সিদ্ধান্ত নেয়া হচ্ছে। ভিএআর‘র সবচেয়ে বিরক্তিকর দিক হলো দ্রুত কোন সিদ্ধান্ত নিতে পারে না। ভিএআর যে সিদ্ধান্ত নেয়া সেটাও যে সবসময় সঠিক তা নিয়েও বিকর্ত আছে। এই সিদ্ধান্তের পরও অনেকে ভিন্ন মত দিয়ে থাকে। শুধুমাত্র পরিস্থিতি সামলে উঠতে ভিএআর এর সহায়তা নেয়া হয়।’
অঁরি দাবী জানিয়েছেন ভিএআর ঘিড়ে যে ধরনের অনিশ্চয়তা দেখা যাচ্ছে তার দ্রুত সমাধান প্রয়োজন।