বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলে আসছে টেঁটাযুদ্ধ!

প্রকাশিত : ১২:১৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

ব্রাহ্মণবাড়িয়ায়-পাঁচ-দশকেরও-বেশি-সময়-ধরে-চলে-আসছে-টেঁটাযুদ্ধ

ব্রাহ্মণবাড়িয়ায়-পাঁচ-দশকেরও-বেশি-সময়-ধরে-চলে-আসছে-টেঁটাযুদ্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনা থেকে টেঁটা-বল্লম যুদ্ধ, প্রাণহানি, মামলা, জীবিকা নিয়ে অনিশ্চয়তা, এসব ঘটনা কিছু পরিবারকে চরম বিপদগ্রস্ত করেছে। অন্তত পাঁচ দশক ধরে দেখা যাচ্ছে টেঁটা-বল্লমের এই নিষ্ঠুর ব্যবহার। পুলিশের ভাষ্য, এসব সংঘর্ষে নেপথ্য থেকে উস্কানি দেয় তৃতীয় পক্ষ।

জেলার কয়েকটি উপজেলায় টেঁটাযুদ্ধে প্রাণ গেছে সাধারণ মানুষ থেকে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা থেকে খেটে খাওয়া দিন মজুরের। সরাইলের সাবেক ইউপি সদস্য রকেট মেম্বারকে বছর দুয়েক আগে টেঁটা দিয়ে খুঁচিয়ে হত্যা করে প্রতিপক্ষ। ওই ঘটনায় মামলা করে এখন উল্টো জীবনহানির শংকায় স্বজনরা।

নিহত রকেট মেম্বারের ছেলে শাহনেওয়াজ রনি বলেন, আসামিপক্ষ বিচার কাজে অনেক প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। কোর্টে গেলে তারা হুমকি দেয়। এমনকি হত্যার হুমকিও দিচ্ছে।

সংরক্ষিত আসনের নারী এমপির স্বামী, সরাইল আওয়ামী লীগ নেতা ইকবাল আজাদকেও জীবন দিতে হয় টেঁটাযুদ্ধে।

জেলার ইতিহাসবিদ জানালেন, গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলে আসছে টেঁটাযুদ্ধ।