মার্কিন নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়ার নির্দেশ
প্রকাশিত : ১১:৫০ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
মার্কিন-নাগরিকদের-অবিলম্বে-রাশিয়া-ছাড়ার-নির্দেশ
বুধবার (২৮ সেপ্টেম্বর) মস্কোর মার্কিন দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
বিবৃতিতে মার্কিন নাগরিকদের নতুন করে রাশিয়া সফরে না আসার পাশাপাশি যারা বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন তাদেরকে দ্রুততার সঙ্গে দেশটি ত্যাগ করতে নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে গত ফেব্রুয়ারি মাসের শেষদিকে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সেদেশের নাগরিকদের রাশিয়া সফরের ব্যাপারে একই ধরনের একটি সতর্কবার্তা জারি করেছিল। এবার রুশ সরকার ইউক্রেনে সেনা বাড়ানোর ঘোষণার পর মার্কিন দূতাবাস আবার একই ধরনের সতর্কতা জারি করল।
এবারের সতর্কবার্তায় বলা হয়েছে— রাশিয়া দ্বৈত নাগরিকদের মার্কিন নাগরিকত্বে স্বীকৃতি নাও দিতে পারে, মার্কিন কনস্যুলার সহায়তা পেতে তাদের বাধা দেওয়া হতে পারে, তাদের রাশিয়া ত্যাগ নিষিদ্ধ হতে পারে এবং দ্বৈত নাগরিকদের সামরিক চাকরিতে নিয়োগ দেওয়া হতে পারে।
আরো পড়ুন>> ‘গৃহবন্দী’ গুজব উড়িয়ে প্রকাশ্যে এলেন চীনের প্রেসিডেন্ট
মার্কিন দূতাবাসের ওই সতর্কতায় মার্কিন নাগরিকদের সব ধরনের রাজনৈতিক বা সামাজিক কর্মসূচি এড়িয়ে চলতে বলা হয়েছে। একই সঙ্গে ওই ধরনের কোনো কর্মসূচিতে কোনো নিরাপত্তাকর্মীর সঙ্গে ছবি না তোলার পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, রুশ কর্তৃপক্ষ বিক্ষোভে অংশ নেয়া মার্কিন নাগরিকদের গ্রেফতার করেছে।
এমন সময় মার্কিন নাগরিকদের রাশিয়া ত্যাগ করার আহ্বান জানানো হলো যখন ইউক্রেন সংকটকে কেন্দ্র করে পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকি বেড়েছে। সম্প্রতি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে এবং এটি কোনো ধাপ্পাবাজি নয়। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো এ ব্যাপারে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।