মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘গ্যাংস্টা’স প্যারাডাইস’ র‍্যাপার কুলিও মারা গেছেন

প্রকাশিত : ১১:২০ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

গ্যাংস্টাস-প্যারাডাইস-র‍্যাপার-কুলিও-মারা-গেছেন

গ্যাংস্টাস-প্যারাডাইস-র‍্যাপার-কুলিও-মারা-গেছেন

‘গ্যাংস্টা'স প্যারাডাইস’ বা ‘ফ্যান্টাস্টিক ভয়েজ’ সহ অসংখ্য জনপ্রিয় গানের গায়ক ’৯০ দশকের জনপ্রিয় র‍্যাপার কুলিও ৫৯ বছর বয়সে মারা গেছেন। বুধবার তার ম্যানেজার বিষয়টি নিশ্চিত করেছেন।    

দীর্ঘদিনের ম্যানেজার জারেজ পোসি এপিকে বলেন, কুলিও লস অ্যাঞ্জেলেসের এক বন্ধুর বাড়িতে মারা গেছেন। তবে মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

কুলিও ‘গ্যাংস্টা'স প্যারাডাইস’ গানটির জন্য সেরা একক র‌্যাপ পারফরম্যান্স বিভাগে গ্র্যামি অ্যায়ার্ড নিজের ঘরে তোলেন। ১৯৯৫ সালে ডেঞ্জারাস মাইন্ডস চলচ্চিত্রের সাউন্ডট্র্যাকের এই গানটি তুমুল জনপ্রিয়তা পায় এবং এমটিভিতে ক্রমাগত প্রচার করা হয়।

গ্র্যামি ও জনপ্রিয়তায় কুলিও যখন তুঙ্গে, ঠিক তখনই দুই হিপহপ সম্প্রদায়ের মধ্যে প্রবল কোন্দল বাঁধে এবং দুজন মারা যায়। তবে কুলিও বেশিরভাগ কোন্দলের ঊর্ধ্বে থাকতে পেরেছিলেন। 

পিটসবার্গের দক্ষিণে পেনসিলভানিয়ার মোনেসেনে আর্টিস লিওন আইভে জুনিয়র (কুলিও) জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তিনি ক্যালিফোর্নিয়ার কম্পটনে চলে আসেন। উত্তর ক্যালিফোর্নিয়ায় তিনি কিশোর বয়সে কিছু সময় কাটিয়েছেন। 

১৯৯৪ সালে টমি বয় রেকর্ডসে তার প্রথম অ্যালবাম ‘ইট টেকস এ থিফ’ প্রকাশের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। এটির প্রথম গান ‘ফ্যান্টাস্টিক ভয়েজ’ ‘বিলবোর্ড হট ১০০’এর তিন নম্বরে স্থান করে নেয়৷ এক বছর পরে ‘গ্যাংস্টা'স প্যারাডাইস’ একক গান হিসেবে প্রথম স্থানে জায়গা করে নেয়।