খেলোয়ারদের পারফরম্যান্সে মূল্যায়িত হবে দলের জায়গা: পাপন
প্রকাশিত : ১০:৩০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ বুধবার
খেলোয়ারদের-পারফরম্যান্সে-মূল্যায়িত-হবে-দলের-জায়গা-পাপন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান সাফ জানিয়েছেন, যেকোনো ক্রিকেটারই পারফরম্যান্স খারাপ করলে বাদ পড়তে হবে। দলে জায়গা পাকা আছে এমন ভাবনা নিয়ে থাকলে ভুল হবে। এখন পারফরম্যান্সের ওপরই মূল্যায়িত হবে দলের জায়গা।
বুধবার মিরপুরে নাজমুল হাসান পাপন বলেন, ‘ওরা কাকে খেলাবে আমি এখনো নিশ্চিত না। আগে যেমন অপরিহার্য কিছু নাম ছিল, এখন আর অপরিহার্য বলে কিছু নেই। অপশনগুলো অনেক বেশি এখন। এটা একটা ভালো দিক।’
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। অথচ ওপেনিংয়ে এখনও থিতু হতে পারেননি কেউ। মিরাজ সুযোগ পেয়ে আস্থার প্রতিদান দিলেন সাব্বির উল্টো পথে। নাজমুল হাসান পাপন জানালেন, দলের আদর্শ সমন্বয় পেতে আসন্ন ত্রিদেশীয় সিরিজেও নানান কিছু বাজিয়ে দেখবেন তারা।
তিনি বলেন, ‘আসলে ওপেনিং পরীক্ষা করে চেষ্টা করছে তারা। আমি যখন প্রথম শুনলাম আজকে নামবে মেহেদী হাসান মিরাজ ও সাব্বির। আমি তো অবাক। আমি খালি বলেছিলাম—আমি কখনো সাব্বিরকে ওপেন করতে শুনিনি,দেখিনি। আমার ধারণা এইগুলা ট্রায়াল দিচ্ছে, চেষ্টা করছে। নিউ জিল্যান্ডে গিয়ে আরও কিছু চেষ্টা করবে। তারপর ঠিক করবে। বিশ্বকাপে যে দলটা খেলবে। এটাকেই আমরা কন্টিনিউ করব টানা এক বছর পরের বিশ্বকাপ পর্যন্ত।’
আগামী মাসের ৭ অক্টোবরে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ দল। এই সিরিজে থাকবে পেসারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর সিস্টেম। মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে কোন পেসাররা খেলবেন, সেটা ঠিক করতেই এমন পরিকল্পনা শ্রীরামের।
শ্রীরামের মতে, ‘প্রথম ম্যাচে তাসকিনকে বাদ দেওয়া হয়েছে, এটা আমি বলবো না। আমাদের পরিকল্পনাই ছিলো এমন। প্রথম ম্যাচে মুস্তাফিজ-শরীফুল খেলবে তা আগেই নির্ধারিত করা ছিল, পরের ম্যাচে তাসকিন ও ইবাদত খেলেছে। পেসারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর পরিষ্কার পরিকল্পনা ছিল।
তিনি আরো বলেন, ত্রিদেশীয় সিরিজেও এমন পরিকল্পনা থাকবে। মূলত বিশ্বকাপে কারা হবে আমাদের পেসার, সেটা নির্ধারণের জন্যই আমাদের এমন পরিকল্পনা।’