মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইরানে প্রশিক্ষণ নিতে গেল বাংলাদেশ ভলিবল দল

প্রকাশিত : ১০:৩০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ বুধবার

ইরানে-প্রশিক্ষণ-নিতে-গেল-বাংলাদেশ-ভলিবল-দল

ইরানে-প্রশিক্ষণ-নিতে-গেল-বাংলাদেশ-ভলিবল-দল

অনূর্ধ্ব-২৩ দল নিয়ে শুরু হচ্ছে ‘‘বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপ’’। এই টুর্নামেন্টে ভালো ফলাফল করার প্রত্যাশায় বাংলাদেশ ভলিবল ফেডারেশন অনুশীলনের জন্য দল পাঠাচ্ছে ইরানে। জাতীয় দলের ইরানী কোচ আলিপোর আরোজীর তত্ত্বাবধানে হবে এই অনুশীলন।

এজন্য বুধবার রাত সাড়ে ৮টায় এয়ার এরাবিয়ার একটি বিমানে করে ইরানের উদ্দেশ্যে উড়াল দেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

ইরানের তিন সপ্তাহের মতো অনুশীলন করবে বাংলাদেশ। এর পাশাপাশি সেখানে ৮-১০টি প্রস্তুতি ম্যাচও খেলবেন ভলিবল খেলোয়াড়রা।

২১ সদস্যের দলে খেলোয়াড় আছেন ১৬ জন। ম্যানেজার এবং কোচ সহকারী কোচসহ আছেন আরো ৫ জন।

মাত্র কয়েকদিন আগে বাহরাইন থেকে অনূর্ধ্ব-২০ এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপে পঞ্চম হয়ে ফিরে বাংলাদেশ। এটাই এশিয়া পর্যায়ের যে কোন টুর্নামেন্টে বাংলাদেশের সেরা অর্জন।

এই সাফল্যের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপ। যা মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নভেম্বরে অনুষ্ঠিত হবে। 

ঘরের এই প্রতিযোগিতায় ভালো করতে দৃঢ়প্রতিজ্ঞ ভলিবল দল। প্রথমবারের মতো এই টুর্নামেন্ট হবে বয়সভিত্তিক দল নিয়ে।