মাদক মামলায় পুলিশ সদস্যের ১৫ বছরের জেল
প্রকাশিত : ১০:১৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ বুধবার
মাদক-মামলায়-পুলিশ-সদস্যের-১৫-বছরের-জেল
বুধবার দুপুরে চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সার এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আবুল বাশার কুমিল্লার দেবীদ্বার উপজেলার বৈশের কোর্ট এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনসে সংযুক্ত ছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহম্মেদ জানান, মাদক মামলায় পুলিশের সাবেক এএসআই মো. আবুল বাশারকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
২০১৮ সালের ১৮ আগস্ট মীরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ এলাকায় একটি মোটরসাইকেলে তল্লাশি করে ৩১ হাজার ৮শ’ ইয়াবাসহ আবুল বাশারকে আটক করে র্যাব। ওই ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা হয়। মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ৬ নভেম্বর আবুল বাশারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে ২০২১ সালের ৭ মার্চ অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচারকাজ শুরু হয়। ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।