বিসিবি-বাফুফেসহ দেশের ক্রীড়াঙ্গনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন
প্রকাশিত : ০৯:৩০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ বুধবার
বিসিবি-বাফুফেসহ-দেশের-ক্রীড়াঙ্গনে-প্রধানমন্ত্রীর-জন্মদিন-পালন
বিসিবিতে আজ বুধবার দুপুরে খেলোয়াড়সহ আরো কয়েকজন বোর্ডকর্তাদের সঙ্গে নিয়ে কেক কাটেন বিসিবি বস নাজমুল হাসান পাপন।
অনুষ্ঠান শেষে বিসিবি ত্যাগ করার আগে গণমাধ্যমের মুখোমুখি হন নাজমুল হাসান পাপন। এসময় তিনি জানান প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতেই এসেছিলাম, একই সঙ্গে একটা কেট কাটলাম।
পাপন বলেন, ‘আজকে আমার এখানে আসার একমাত্র কারণ মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন। ওনাকে জন্মদিনের শুভেচ্ছা দেওয়া, একটা কেক কাটলাম এবং আল্লাহর কাছে দোয়া করি ওনাকে যেনো দীর্ঘায়ু দেন। এই দেশকে আরও সেবা করার সুযোগ দেন।’
এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও আজ সকালে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কোরআন খতম দিয়েছে। দুপুরে সাফ জয়ী নারীরা প্রধানমন্ত্রীর জন্মদিনে কেক কাটার পাশাপাশি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে।
এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ কমিটি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ বিভিন্ন ক্রীড়া ফেডারেশন দিনটি পালন করেছে।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আজ আলোচনা সভার আয়োজন করেছিল যুব ও ক্রীড়া উপ কমিটি।
আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল সহ বিশিষ্ট ক্রীড়াবিদ সংগঠকরা ছিলেন।
এই অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি প্রধানমন্ত্রীর জন্মদিনে কেকও কাটা হয়।