‘দাদার পাঞ্জাবি-গামছা ডালে, পরনের লুঙ্গি গলায়-লাশ মাটিতে’
প্রকাশিত : ০৯:১৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ বুধবার
দাদার-পাঞ্জাবি-গামছা-ডালে-পরনের-লুঙ্গি-গলায়-লাশ-মাটিতে
নিহত জামাল সরকার ফতেহাবাদ গ্রামের মৃত ওয়াহেদ আলী সরকারের ছেলে। তিন বছর আগে তার স্ত্রী সুফিয়া বেগম মারা যান। তিনি চার সন্তানের জনক।
নিহতের নাতি রাকিব সরকার ও মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে দেখি দাদার শরীরে কাপড় নেই। তিনি মাটিতে পড়ে আছেন। দাদার পাঞ্জাবি এবং গামছা গাছের ডালে ঝুলে ছিল, পরনের লুঙ্গি গলায়। পুরুষাঙ্গে রক্তের দাগ ছিল। এত রাতে এ নির্জন পরিত্যক্ত খামারে যাওয়ার কোনো কারণ আমাদের জানা নেই। দাদার মৃত্যু স্বাভাবিক ছিল না, মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যা।
প্রতিবেশী আক্তার গাজী, হাসান গাজী ও ইউনুছ গাজী জানান, দুলালপুর বাজারে রাত সাড়ে ৮টায় একটি চায়ের দোকানে ওনাকে চা খেতে দেখি। এ সময় দোকানদারের জিজ্ঞাসাবাদে তিনি (জামাল সরকার) জানান, কুমিল্লা থেকে তার পুত্রবধূ বাড়িতে আসবেন, তাকে এগিয়ে নিতে এসেছেন। এরই মধ্যে একজন বোরকা পরা নারী আসেন, তাকে নিয়ে আসার পথে বাজারের ব্যবসায়ী তাদের কিছু পথ এগিয়ে দিয়ে যান।
দেবীদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর বলেন, নিহতের সুরতহাল রিপোর্টে কনুইয়ের অংশে এবং মাথার পেছনে সামান্য জখমের চিহ্ন রয়েছে। অপমৃত্যু মামলা দায়ের করে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। অধিকতর তদন্ত এবং পোস্টমর্টেমের রিপোর্ট এলেই বিষয়টি নিশ্চিতভাবে বলা যাবে।