যুক্তরাষ্ট্রের ক্রিকেট বোর্ডের সদস্য হলেন সাবেক পেসার প্রিন্স
প্রকাশিত : ০৮:৩০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ বুধবার
যুক্তরাষ্ট্রের-ক্রিকেট-বোর্ডের-সদস্য-হলেন-সাবেক-পেসার-প্রিন্স
এক প্রেস রিলিজ দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড।
ভারপ্রাপ্ত সভাপতি বিকে অতুল রায়ের তরফ থেকে পাওয়া সে প্রেস রিলিজে লেখা ছিলো, ‘আমি আনন্দের সঙ্গে আপনাকে জানাচ্ছি যে, মার্কিন যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড অবিলম্বে আপনাকে একজন সদস্য হিসেবে নিয়োগ প্রদান করছেন। আমরা আশা করছি যে আপনি একজন সাবেক বাংলাদেশি ক্রিকেটার এবং প্রাক্তন সিলেকশন কমিটির সদস্য হিসেবে আপনার জ্ঞান, সমৃদ্ধি ও যে অভিজ্ঞতা রয়েছে সেটা যুক্তরাষ্ট্র ক্রিকেট এবং বোর্ডকে সহায়তা করবে।’
এমন দায়িত্ব পাওয়ার পর গোলাম নওশের প্রিন্স তার উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লিখেন, ‘অ্যাপয়েন্টমেন্ট দ্বারা সত্যিই আমি বিনয়ী, আমার উপর আস্থা রাখার জন্য ইউএসএ ক্রিকেটকে ধন্যবাদ। আমি আপনাকে এবং সম্প্রদায়কে হতাশ করবো না। ক্রিকেটের এই দুর্দান্ত খেলাটি প্রতিটি স্তরে বিকাশের জন্য উন্মুখ হয়ে আছি। এই দেশ জুড়ে বছরের পর বছর এবং বিশেষ করে গত দুই বছর ধরে যারা আমাকে সমর্থন করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ।’
গোলাম মোহাম্মদ নওশের প্রিন্স ১৯৮৬ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেন।
তিনি ছিলেন জাতীয় দলের তখনকার প্রধান পেস বোলারদের একজন। নানা কারণে ক্যারিয়ার দীর্ঘ হয়নি এই পেসারের।
সে সময় লাল সবুজের জার্সি গায়ে খেলেন ৯ ওয়ানডে। অবসরের পর এরপরই পাড়ি জমান সূদুর মার্কিন যুক্তরাষ্ট্রে।